Site icon Trickbd.com

বাংলালিংক ১৯৯টাকার স্ক্র্যাচ কার্ড ৬৯৯ এমবি ইন্টারনেট , ১৯৯ মিনিট টকটাইম, ১৯৯ এসএমএস, মেয়াদ ১৫ দিন

Unnamed

এখন বাংলালিংক-এর ৳১৯৯ স্ক্র্যাচ কার্ড কিনলেই পাচ্ছো অনেক দারুণ দারুণ অফার। স্ক্র্যাচ কার্ড কিনে উপহার দাও বন্ধুদের, আর সবাই মিলে একসাথে মেতে উঠো আনন্দ উল্লাসে।

– রিচার্জের দিন থেকে টকটাইম, এসএমএস এবং ইন্টারনেটর মেয়াদ ১৫ দিন
– বান্ডেল মিনিট, এসএমএস এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*১৯৯#
সকল বাংলালিংক প্রিপেইড গ্রাহক এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা ১৯৯ টাকার এই স্ক্র্যাচ কার্ড ক্রয় করতে পারবেন
স্ক্র্যাচ কার্ড রিচার্জ করলেই থাকছে ১৯৯ মিনিট টকটাইম, ১৯৯ এসএমএস, এবং ৬৯৯ এমবি ইন্টারনেট। গ্রাহকের মূল অ্যাকাউন্টে কোন ব্যালেন্স যোগ হবে না
বান্ডেল মিনিট সকল নাম্বারে যেকোন সময় ব্যবহার করা যাবে
বান্ডেল এসএমএস যেকোন নাম্বারে দিনের যেকোন সময় পাঠানো যাবে
বান্ডেল ইন্টারনেট যেকোন সময় ব্যবহার করা যাবে
রিচার্জের দিন থেকে টকটাইম, এসএমএস এবং ইন্টারনেটর মেয়াদ ১৫ দিন
গ্রাহক যত খুশি তত বান্ডেল স্ক্র্যাচ কার্ড কিনতে পারবে। প্রতিবার রিচার্জে মেয়াদের পরিমাণ বাড়বে
সকল বাংলালিংক রিটেইল পয়েন্ট থেকে এই বান্ডেল স্ক্র্যাচ কার্ড ক্রয় করা যাবে এবং অন্যান্য কার্ডের মতই এই কার্ড রিচার্জ করা যাবে
বান্ডেল স্ক্র্যাচ কার্ড রিচার্জ করতে ডায়াল *১২৩*(১৫ ডিজিটের পিন নাম্বার)#
রিচার্জ সফল হলে গ্রাহক তার বান্ডেল মিনিট, এসএমএস এবং ইন্টারনেট উপভোগ করতে পারবেন
বান্ডেল মিনিট, এসএমএস এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*১৯৯#