Site icon Trickbd.com

যেভাবে জানবেন আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে

Unnamed

আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আঙুলের ছাপ ব্যবহার করে অজান্তে কেউ বাড়তি সিম নিবন্ধন করে নেয়নি তো! কিভাবে জানবেন? কোন অপারেটরের কয়টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে, সহজেই জানানোর ব্যবস্থা করেছে কয়েকটি অপারেটর। এখন পর্যন্ত চারটি মোবাইল অপারেটর এ সুবিধা চালু করেছে। একজনের আঙুলের ছাপ একাধিকবার নিয়ে গোপনে অন্যজনের সিম নিবন্ধন হয়েছে, এমন খবর প্রকাশের পর গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরই মোবাইল অপারেটররা এক এনআইডির অধীনে কতগুলো সিম নিবন্ধন হয়েছে, তা গ্রাহকদের এসএমএস করে জানিয়ে দিয়েছে। যারা এই এসএমএস পাননি, তাঁরা চাইলে এসএমএস কিংবা ডায়াল করে জেনে নিতে পারেন।

গ্রামীণফোন : info লিখে ৪৯৪৯ নম্বরে এসএমএস করুন।

বাংলালিংক : *১৬০০*২# নম্বরে ডায়াল করুন।

রবি : *১৬০০*৩# নম্বরে ডায়াল করুন।

এয়ারটেল : ডায়াল করুন *১২১*৪৪৪৪# নম্বরে।

Exit mobile version