একটি বিশেষ ইন্টারনেট প্যাকেজ। এই প্যাকেজটির মাধ্যমে সম্মানিত গ্রাহকরা মাত্র ১৬ টাকায় উপভোগ করতে পারবেন ১৬০ MB ইন্টারনেট (মেয়াদঃ ২ দিন)
প্যাকেজটির বিস্তারিত নিম্নরূপঃ
* এই প্যাকেজটি গ্রামীণফোনের সকল সম্মানিত প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য* প্যাকেজটি অ্যাক্টিভেট করতে, সম্মানিত গ্রাহকদের ডায়াল করতে হবে *5000*99# এই প্যাকেজটির মেয়াদ ২ দিন (অ্যাক্টিভেশনের দিন সহ)
* এই অফারটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলতে থাকবে* মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে চার্জ প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)* অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
* ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে সম্মানিত গ্রাহকদের ডায়াল করতে হবে *121*1*4# (ফ্রি)* গ্রাহকগণ সর্বোচ্চ ৩ বার এই অফারটি নিতে পারবেন* সকল চার্জে ৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য।