Site icon Trickbd.com

রবির এই বিশেষ অফারে গ্রাহকরা পাচ্ছেন ৪৫ টাকায় ১৫০ এমবি ইন্টারনেট আর সাথে থাকছে সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা/মিনিট যেকোনো রবি নাম্বারে।

Unnamed

রবির এই বিশেষ অফারে গ্রাহকরা পাচ্ছেন ৪৫ টাকায় ১৫০ এমবি ইন্টারনেট আর সাথে থাকছে সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা/মিনিট যেকোনো রবি নাম্বারে।


সাধারণ শর্তসমূহ:

অফারটি সকল প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
বান্ডেল অফারটি শুধু ইউএসএসডি কোড *১২৩*০৪৫# মাধ্যমে ক্রয় করা যাবে।
বান্ডেল এর মূল্য ৪৫ টাকা।
এই মূল্যের সাথে ভ্যাট, এসডি এবং এসসি প্রযোজ্য।
স্পেশাল কলরেট যেকোনো রবি নাম্বারে উপভোগ করা যাবে।
স্পেশাল কলরেট এবং ডাটা বান্ডেল ২৪ ঘন্টাই ব্যবহার করা যাবে।

স্পেশাল বান্ডেল ক্রয় করার সাথে সাথেই স্পেশাল কলরেট সক্রিয় হয়ে যাবে।
এই অফারটি একাধিকবার উপভোগ করা যাবে।
ইন্টারনেটের মেয়াদ ১৫ দিন
স্পেশাল কলরেটের মেয়াদ ৫ দিন।
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮# অথবা *১২৩*৩#

ফেছবুকে আমি