Site icon Trickbd.com

[GP OFFER] গ্রামীনফোনের অসাধারণ একটি অফার ৬.০৯ (ভ্যাট সহ) টাকায় ২০০ এমবি!! সাথে থাকছে জিপিতে কম টাকায় ডাটা কিনে আরামসে নেট চালানোর টিপস!!

Unnamed

[GP OFFER] গ্রামীনফোনের অসাধারণ একটি অফার ৬.০৯ (ভ্যাট সহ) টাকায় ২০০ এমবি!!

আমার কিছু কথা,

গত TreatsUp এর মৌসুমে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে বেশ কিছু টাকা রিচার্জ নিয়েছিলাম। তাই এই কতদিন বেশ নিশ্চিন্তে নেট চালিয়েছি। ২ জিবি ১২৯ টাকার প্যাকটি বেশ কয়েকবার কিনেছি এবং ইচ্ছামত ইউটিউবিং করেছি?।

কিন্তু আজকে হঠাত করে দেখি এমবি শেষ হয়ে আমার ৫০ টাকা উপরে কেটে নিয়ে গিয়েছে! আর ২ জিবি প্যাক কেনার মত টাকাও নাই! তখন আমি আমার আরেক সিম যেটিতে যথেষ্ট টাকা ছিল সেটির দিকে মন নিলাম। চিন্তা করে দেখলাম প্রায় সপ্তাহ দুয়েক হবে সিমটিতে কোন এমবি কিনিনি তাই নেট ব্যবহার করার ত প্রশ্নই আসে না। তখন মনে মনে ভাবলাম দেখি ত এইটায় কোন অফার পাই কিনা। সব অফারের USSD কোড ডায়াল করলাম, কিন্তু কোন অফার পেলাম না। হঠাত শেষে একটা কোড ডায়াল করতেই দেখলাম সাক্সেস! ২০০ এমবি ৬.০৯ টাকায় পেয়ে গেলাম!

প্যাকঃ ২০০ মেগাবাইট।
দামঃ ৬.০৯ টাকা ( ভ্যাট সহ)।
মেয়াদঃ ৭ দিন।

ব্যবহারের সময়সীমাঃ ২৪ ঘন্টা।
এক্টিভেশন কোড ঃ *৫০০০*৭৫#

এই প্যাক সর্বোচ্চ কত বার নিতে পারেন তা ঠিক করে জানি না। কারন আমি গত আধা ঘন্টায় ৫০ বার নিয়েছি। তারপর আমি আর ডায়াল করিনি। নিচের কয়েকটা স্ক্রিনশট দেখে নিন।

বিঃদ্রঃ সবাই নাও পেতে পারেন। আশা করি প্রথম যে কথা গুলা বললাম তা পড়েই বুঝে গিয়েছেন।

অফার না পেলে আমার একটা টিপস নিয়ে যানঃ

#২-৩ টি গ্রামীন সিম কিনে রাখুন।
#এর মধ্যে একটি বন্ধ রাখুন।
# আরেকটি সিমে নেট ব্যবহার করা থেকে বিরত থাকুন।
# আরেকটি সচল রাখুন নেট ব্যবহার করুন যা খুশি। (আমাদের এখানে গ্রামীন উৎসবে সিমের নতুন সিম ৫০ টাকা সাথে ৩৪ টাকা+৬ জিবি ফ্রি!! আপনার আশেপাশে খুজ লাগান)

একটু খেয়াল করলে বুঝতে পারবেন গ্রামীনফোন বন্ধ এবং ইন্টানেট অব্যবহারকৃত সিমে বেশি অফার দেয়। তাই আপনি উপরের ফর্মুলা ব্যবহার করলে সারা বছরই কম টাকায় বেশি ডাটা ব্যবহারর করতে পারবেন যা আমি করি। চেষ্টা করবেন যেন একটা সিম পুরপুরি বন্ধ আর আরেকটা সিমে নেট ব্যবহার বন্ধ যেন থাকে।??।

পোস্টটি সম্পুর্ন নিজের হাতে লিখেছি তাই কপি করে ধরা খাবেন না। কারন ছোটখাটো হউক বা বড়, সব ফোরাম সাইটে আমার নজর আছে। নতুন সাইট পেলেই সেখানে একটা করে একাউন্ট খুলে রাখি! তাই সাবধান!

সর্বদা ট্রিকবিডির সাথেই থাকুন।

# আমার সামান্য একটি ফানি কার্ড।