Site icon Trickbd.com

জিপি রবি ফ্রী নেট তো অফ তাই ফ্রী নেটের বিকল্প হিসেবে ইউজ করতে পারেন রবির ২ জিবি নাইট প্যাক ২৯ টাকা দিয়ে

হেলো জনগণ, গত কয়েকদিন আগে জিপি আর রবি ফ্রী নেট এক ই দিনে অফ হয়েছে। জেটা অনকে বড় একটা ধাক্কা ফ্রী নেট ইউজার দের জন্য। তাই হইতো সবাই ভাল নেই সবার মাথাই হাত। বাট জারা ডাউনলোড পাগলা বা জরুরি ফাইল / গেম / রম ডাউনলোড করতে রবির একটি ভাল প্যাক নিয়ে আসলাম। এইটা তো ফ্রী নেটের মতো না কিন্তু আপনি অল্প খরচ করে ফ্রী নেটের বিকল্প হিসেবে আপনার বড় ফাইল / গেম / রম ডাউনলোড করে নিতে পারেন। তো আসুন জেনে নেয় প্যাকটি নিয়ে বিস্তারিত :

বেশি বেশি ইন্টারনেট ব্যাবহার করার জন্য রবি নিয়ে এসেছে ২ জিবি নাইট টাইম ডাটা প্যাক। ২ জিবি নাইট প্যাক টি কিনতে খরচ হবে ৩৫.৩১ টাকা (ভ্যাট,এসডি ও এসসি সহ)। প্যাক টি কিনতে ডায়াল করুন *১২৩*০২৩৯#। মেয়াদ: ৩দিন। ব্যাবহার করা যাবে রাত ১২ টা থেকে সকাল ১০ টা। অফারটি প্রিপেইড/পোস্টপেইড সিম এ কেনা যাবে। ডাটা ব্যালান্স চেক করতে ডায়াল করুন *8444*88#।
তো ফ্রী নেটের বিকল্প হিসেবে বা স্লু ঝামেলাপূর্ণ ট্রিক ইউজ না করে অল্প খরচে আরামসে নেট ইউজ করতে থাকেন আর ডাউনলোড এর উপর থাকেন।
বি:দ্র: এই প্যাকটির বেপারে অনেকে হইতো জানেন বাট জারা জানেন না তাদের জন্য আমার এই পোস্ট….. জারা জানেন তাদের দরকার নেই পোস্ট দেখার, এই প্যাকটি সকল রবি ইউজার রা ই পাবেন