হেলো জনগণ, গত কয়েকদিন আগে জিপি আর রবি ফ্রী নেট এক ই দিনে অফ হয়েছে। জেটা অনকে বড় একটা ধাক্কা ফ্রী নেট ইউজার দের জন্য। তাই হইতো সবাই ভাল নেই সবার মাথাই হাত। বাট জারা ডাউনলোড পাগলা বা জরুরি ফাইল / গেম / রম ডাউনলোড করতে রবির একটি ভাল প্যাক নিয়ে আসলাম। এইটা তো ফ্রী নেটের মতো না কিন্তু আপনি অল্প খরচ করে ফ্রী নেটের বিকল্প হিসেবে আপনার বড় ফাইল / গেম / রম ডাউনলোড করে নিতে পারেন। তো আসুন জেনে নেয় প্যাকটি নিয়ে বিস্তারিত :
তো ফ্রী নেটের বিকল্প হিসেবে বা স্লু ঝামেলাপূর্ণ ট্রিক ইউজ না করে অল্প খরচে আরামসে নেট ইউজ করতে থাকেন আর ডাউনলোড এর উপর থাকেন।