Site icon Trickbd.com

আপনার এলাকায় কোথায় Gp সিমের কাস্টমার কেয়ার অফিস ঘরে বসেই জেনে নিন।

Unnamed

আপনার এলাকায় কোথায় Gp সিমের কাস্টমার কেয়ার অফিস ঘরে বসেই জেনে নিন।

হ্যালো আমি আতিক, অনেকেই আমার নিচের পেজে মেসেজ দিয়ে কাস্টমার কেয়ারের অফিস কোথায় এটা জানতে চান।

সবার মেসেজের উওর দিতে দিতে হতাস হয়ে এই পোস্টটি শেয়ার করলাম। আশা করি আপনার কাজে লাগবে।

এখন থেকে নিজেই জেনে নিন আপনার এলাকায় কোথায় জিপি কাস্টমার কেয়ার সার্ভিস।

প্রথমে আপনার জিপি সিম থেকে ডায়াল করুনঃ *121*1000#

এবার আপনার থানার নাম লেখে রিল্পে দিন। ঠিক নিচের মতো।

এবার জিপি অফিস থেকে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় জিপি সার্ভিসটি কোথায়।

আশা করি বুঝতে পেরেছেন, তারপরেও কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি তো আছিই।

Gp, Banglalink, Robi & Airtel Free Net Tips – ফ্রী নেট টিপস