Site icon Trickbd.com

রবি বন্ধ সিমের মাথা নষ্ট অফার

Unnamed

৩০ দিনের জন্য ৯ টাকা তে ১ জিবি
  • ১ জিবি ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *৮৬৬৬*০৯০#
  • প্রতি ১ জিবির মূল্য ৯ টাকা
  • মেয়াদ ৩০ দিন
  • গ্র্রাহক ৩০ দিনে একবার এই প্যাক কিনতে পারবেন
  • গ্রাহক প্রতিদিন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন
  • ইন্টারনটে ব্যালন্সে চকে করতে ডায়াল *১২৩*৩*৫# অথবা *৮৪৪৪*৮৮#
  • +সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারর্চাজ

 

৩০ দিনের জন্য স্পেশাল কলরেট ১৯ টাকা রিচার্জে

  • রবি – রবি এয়ারটেল ২৫ পয়সা/ মিনিট
  • রবি – অন্য অপারটের ৬০ পয়সা/ মনিটি
  • মেয়াদ ৩০ দিন
  • ব্যবহার করতে পারেন দিন রাত ২৪ ঘন্টা
  • ১০/সকেন্ডে পালস প্রযোজ্য
  • (+সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারর্চাজ)

 

এছাড়া ও গ্রাহক ১৯ টাকা রিচার্জে পাবেন ১৯ রবি/এয়ারটেল বোনাস এস.এম.এস ২ দিনের জন্য। বোনাস এস.এম.এস চেক করতে ডায়াল *২২২*১০#

১৯ টাকা রিচার্জ ব্যতীত যেকোনো নম্বরে কলরেট ২১ পয়সা/ ১০ সেকেন্ড (+সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারচার্জ)

বন্ধ সংযোগের জন্য অন্যান্য বিশেষ নির্দেশিকা

  • এই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A <>০১৮xxxxxxxx লিখে যেকোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে
  • রবি প্রিপেইড বন্ধ সিম'র গ্রাহকরা  ( পোস্টপেইড , উদ্যোক্তা ,কর্পোরেট, ইজিলেড ব্যতীত) এই অফারের আওতাভুক্ত
  • গ্রাহকগণ তার বন্ধ রবি নম্বর থেকে যেকোন পরিমাণ রিচার্জ বা আউটগোয়িং কল, এসএমএস বা অন্য কোনও রাজস্ব উৎপাদক কর্মকান্ড করে পুনরায় নম্বরটি চালু করতে পারেন । নম্বরটি চালু হবার পর ৭২ ঘন্টার মধ্যে কনফার্মেশন একটি এসএমএস পাবেন এবং নম্বরটি বন্ধ সিমের অফারে স্থানান্তরিত হবে । এর পরেই উল্লিখিত অফার গুলো উপভোগ করা যাবে ।

 

উদাহরণ: ধরা যাক গ্রাহক তার বন্ধ সিমটি ১২ টাকা রিচার্জ করে সক্রিয় করেছেন । এরপর ৭২ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে তিনি বন্ধ সিমের অফার সম্পর্কে নিশ্চিত হবেন ।এই কনফার্মেশন এস এম এস টি পাবার পর থেকে গ্রাহক ৯টাকা -তে ১জিবি আর ১৯ টাকা রিচার্জে স্পেশাল কল পাওয়া শুরু করবেন। বন্ধ সিমটি চালু করা থেকে কনফার্মেশন এসএমএস পাওয়ার মধ্যবর্তী সময়ে গ্রাহক এই অফার সমূহ উপভোগ করতে পারবেন না । এই মধ্যবর্তী সময়ে গ্রাহক তার রেগুলার প্যাকেজের রেট উপভোগ করবেন

  • পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে
  • রবি কর্তৃপক্ষ যেকোনো সময় অফার বন্ধ বা  অফারে   সংযোজন বিয়োজন আনতে  পারবেন সংশ্লিষ্ট

 

** উপরিউক্ত মূল্যের সাথে ৫% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য