বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।
আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।সবাইকে আল্লাহ রহমত দান করুক।
আমার ৩৪ তম পোস্ট এ শুভেচ্ছা। ভুল হবেনা আশা করছি।ভুল হলে জানাবেন।ইনশাআল্লাহ সমাধান দিবো।।
আপনি যদি এই পোস্ট জানেন তবে অনায়াসে পড়তে পারেন কিন্তু দয়া করে, অন্তত বাজে কমেন্ট করবেন না প্লিজ।
এডমিন ভাইও বলে –
জানলে জানাও,
না জানলে জানো।
তাই খারাপ কমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।
দেশে যে ৪জি সিম বিক্রি ও রিপ্লেসমেন্ট শুরু হয়ে গিয়েছে তা সবাই কমবেশি জানেন।আর তা নিয়েই বিস্তারিত লিখতে যাচ্ছি।
গ্রামিনফোন নিয়ে আমরা অনেকেই অসন্তুষ্ট। প্রচন্ড ব্যয়বহুল হওয়া সত্ত্বেও আমাদের অনেকেরই এই সিম ব্যবহার করতে হচ্ছে।
অন্যদিকে রবি নিয়েও ভুগান্তি কম পোহাতে হয় না।রবির আনুষঙ্গিক খরচও ততটা সাধ্যের মধ্যে, তা বলা যাবেনা।
তবে আমি এয়ারটেল নতুন+বন্ধ সিমের ফ্রি ডাটা ইউস করি?।আর অন্যসিমের ফ্রি ডাটা থাকলে চালাই আরকি।আমার অবশ্য নেট প্যাক ক্রয় করার প্রয়োজোন হয়না বললেই চলে।
মূলত বাংলাদেশের সব সিমেরই কোন না কোন দিক দিয়ে সমস্যা থাকবেই।সিমের উচ্চ কলরেট,ডাটা প্যাক উচ্চমূল্য আবার এলাকাভিত্তিততে নেটওয়ার্ক সমস্যা তো মুখ্যই।
তবে কি আর করার কোন রকম খেয়ে না খেয়ে দিন পার হবে আরকি?।ধিরে ধিরে দেশ উন্নতি হলে ডাটা প্যাকের মূল্যই কমবে বলেই সবাই আশা করে আছি।
উল্লেখ্য যে,
ঢাকা শহরাঞ্চলে ৪জি নেটওয়ার্ক সার্ভিস দেয়া শুরু হয়ে গিয়েছে।একমাত্র যেখানে ৪জি নেটওয়ার্ক পাবেন সেখানেই ৪জি স্পিড পাবেন।তবে ২জি/৩জি/৪জি সকল নেটওয়ার্কেই সিম ব্যবহার করা যাবে।
অর্থাৎ, আরো দ্রুত গতির ইন্টারনেট সেবা পাওয়ার জন্য ৪জি সিম ও ৪জি নেটওয়ার্ক এর আওতাভুক্ত থাকতে হবে।
তো শুরু করা যাক।বর্তমানে রবি ও জিপি ৪জি সিম রিপ্লেস মেন্ট শুরু করে দিয়েছে।আশা করা যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সারা দেশে ৪জি সেবার আওতায় আনা হবে।আর এয়ারটেল ও বাংলালিংক ও যত তাড়াতাড়ি সম্ভব ৪জি তে পা দিবে বলে শোনা যাচ্ছে।
গ্রামীনফোনের সবচেয়ে বেশি গ্রাহক।আবার গ্রামীনফোন অনেকেরই চোখের বিষ।তবুও লিখছি?
গ্রামীণফোনঃ
গ্রামীণফোন 4G সিম! গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টারে থেকে 4G Ready নামক সিম নিয়ে নিতে পারেন তবে চার্জ প্রযোজ্য হবে।
১)
সিম ৩জি টু ৪জি রিপ্লেসমেন্টের জন্য খরচ ১১০ টাকা ( জিপি স্টার গ্রাহক্রা ফ্রি পাবেন)
২)
4G সিম 2G,3G এবং 4G নেটওয়ার্কে ব্যবহার করা যায়
বিস্তারিতঃ গ্রামিনফোন অফিসিয়াল সাইট
অথবা ফেসবুকে Grammenphone পেজে দেখুন
############################
রবিঃ
রবি 4G সিম! রবি কাস্টমার কেয়ার আউটলেট থেকে 4G সিম নিয়ে নিতে পারেন। কোনপ্রকার চার্জ লাগবে না।
১)
সিম (৩জি টু ৪জি) রিপ্লেসমেন্টের জন্য কোন চার্জ লাগবেনা
২) সাথে পাবেন ১জিবি ডাটা প্যাক একদম ফ্রি
২)এই 4G সিম 2G,3G এবং 4G সকল নেটওয়ার্কেই ব্যবহার করা যাবে।
বিস্তারিতঃ
রবি অফিসিয়াল সাইট
অথবা ফেযবুকে Robi Axiata পেজে দেখুন।
যতটুকু জেনেছি লিখেছি।বাইরে কিছু বাদ পড়ে গেলে দুঃখিত।বিস্তারিত কিছু আপ্নারা তাদের সাইট/পেজ/হেল্পলাইন থেকে জেনে নিতে পারেন।অথবা আমাকে মেসেজ দিলেও,আমি জেনে তারপর আপনাদের জানাতে পারবো।
~~~তবে চাইলে/ইচ্ছা হলে দেখে নিতে পারেন~~~
ভালো লাগলে ফেসবুকে BD Tips Tube পেজ -এ লাইক ও ইউটিউবে BD Tips Tube চ্যানেল -এ সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন।
~~~~~~~~~ooo~~~~~~~~~~
এছাড়াও যোগাযোগ,
MD Moshiur Hossain Piyas
-ধন্যবাদ।
নিজেকে সময় দিন।যত্ন করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ট্রিকবিডির সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।আস সালামু আলাইকুম