Site icon Trickbd.com

জিপি বন্ধ সিম চালু করে নিয়ে নিন ১.৫ জিবি ইন্টারনেট মাত্র ১৫টাকায় ।

কেমন আছেন সবাই,

সময়ের অভাবে আপনাদের সাথে ঠিকমত যোগাযোগ হচ্ছে না, তাই আপনাদের ম্যাসেজেরও রিপ্লাই দিতে পারছি না 🙁 ।

যাই হোক এবার মূল বিষয়ে আসা যাক,

অনেকেই দেখলাম বন্ধ সিমের অফার নিয়ে পোষ্ট দিচ্ছে কিন্তু কেউই গুছিয়ে দিতে পারছে না, তাই আপনাদের সুভিদার্থে পরিপূর্ণ পোষ্ট শেয়ার করা হল ।

বন্ধ সিমের জিপিতে এখন আর আগের মত কোন অফার নেই, তবে তারা ৫টাকায় ৫০০ এমবির একটা অফার চালু রেখেছে ।

কিন্তু সেখানেই আবার উল্লেখ আছে সেটা ১বারের বেশি নেওয়া যাবে না , এখন উপায়???

উপায় আছে , আপনার সিমটি যদি 1 সেপ্টেম্বর, 2017 থেকে কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার করা না হয় তবে আপনি মাত্র ১৫৳ নিতে পারবেন ১৫০০ এমবি অর্থাৎ ১.৫ জিবি 🙂

এক্ষেত্রে আগে চেক করে নিতে হবে আপনি এই অফারের আওতায় আছেন কি / না ।

এজন্য আপনাকে BHK <space> Number লিখে  9999 এ পাঠাতে হবে ।

ফিরতি ম্যাসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে, আপনি অফারের আওতায় আছেন কি / না 🙂

এবার প্রথমেই আপনাকে ডায়াল করতে হবে, *১২১*৩২১০# এটা সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য ।

এটা ডায়াল করার পরই আপনি ৫০০এম বি, ৭দিনের জন্য পেয়ে যাবেন 🙂

এর পরে আরো ১জিবি পাওয়ার জন্য আপনাকে ডায়াল করতে হবে ,

*১১১*৯০# —-> ২বার —-> প্রতি বার ডায়ালে ৫০০এম বি, পাবেন = ১জিবি

এই হল সর্বমোট ১.৫জিবি ,

ধন্যবাদ, পোষ্টটি পড়ার জন্য, 🙂

ইউজারদের উদ্দেশ্যঃ

সব সময় মানসম্মত পোষ্ট করবেন , আর পোষ্ট করার আগে অবশ্যই নীতিমালা ভালভাবে দেখে নিবেন ;

ট্রেইনার দের পোষ্ট করার জন্য নীতিমালা 

যদি আপনার ট্রিকবিডি তে কোন আইডি না থাকে তবে নিচের ফরম টা ফিল আপ করে রাখতে পারেন। কিছুদিন পর পর আমরা নতুন ইউজার নেই সুতরাং ফরম ফিল আপ করে আপনাকে ধৈর্য ধরে মেইল এর জন্য অপেক্ষা করতে হবে ?

New user sign up form link ~ https://goo.gl/forms/NEO0cjLyek81LGW43