Site icon Trickbd.com

বাংলালিংকে এ ৩০ বা তার অধিক রিচার্জে ১০০ % ক্যাশব্যাক। সবার কাজে আসতে পারে

Unnamed

ট্রিকবিডির সকলকে আমার পক্ষ থেকে সালাম। আশা করি সকলে ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। আর ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকার কথা। এবার টিউনে ফিরে যাই।

বাংলালিংকে ৩০ টাকা রিচার্জে ১০০% ক্যাশব্যাক।


আমরা অনেকে বাংলালিংক সিম ব্যাবহার করে থাকি কারন জিপিতে এমবি এবং কথা বলে তেমন সুবিধা নেই। আর যারা কথা বলেন অফারটি তাদের জন্য কাজে লাগবে। আপনি ৩০ টাকা রিচার্জ করলে ৩০ টাকার সাথে আরো ৩০ টাকা বোনাস পাবেন। এবং আপনি যদি ৬৭ টাকা রিচার্জ করেন ৬৭ টাকাই পাবেন মানে ৩০ টাকার উপরে বা ৩০ টাকা রিচার্জে আপনি রিচার্জ এর সমান টাকা ফিরত পাবেন।
অফারটি চালু করতে হবে
এ বোনাস অফার চালু করতে আপনার ফোনের ডায়াল অপশন এ *১৬৬*৩০# লিখুন এবং ডায়াল করুন। এবার রিচার্জ করলেই হয়ে যাবে।ব্যালেন্স চেক করতে ডায়াল*১২৪*২০#

এ টাকা দিয়ে কি বান্ডেল প্যাক কেনা যাবে


জি.না আপনি এ টাকা দিয়ে শুধুমাএ মেসেজ এবং কথা বলেন পারবেন কোনো বান্ডেল প্যাক বা মেগাবাইট কেনা যাবে না।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের সাথেই থাকবেন।
ওয়ার্ডপেস সম্পকির্ত পোস্ট লাগলে কমেন্ট করে জানাবেন
Exit mobile version