আস্’সালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আপনাদের সামনে হাজির হলাম, বাংলালিংকের একটি অফার নিয়ে।
আগে ভাল করে পুরো পোষ্ট পড়ুন।
একদিন আগে ইমরান ভাই বাংলালিংকের অফার নিয়ে একটি পোষ্ট করেছিলেন। পোষ্ট টির লিংক এবং টাইটেল,
কিন্তু আমি গতকাল পোষ্ট টা দেখলাম, লক্ষ্য করলাম অনেকে কমেন্ট করছে, তারা পায় নি।আমি ও চেক করে দেখলাম আমার ও কোন অফার নাই।
মনটা খারাপ,
অনেকে বিভিন্ন রকম অফার পাচ্ছেন।
*কেউ কেউ প্রতিদিনি ১জিবি করে পাচ্ছেন।
*২৫ টাকায় ১ জিবি পাচ্ছে।
*৪৫ টাকায় ২ জিবি পাচ্ছে।
*অনেকে আবার বিভিন্ন মিনিটের অফার পাচ্ছে।
কিন্তু যখন হটাৎ আমার সিমে আবার ডায়াল করলাম
*৮৮৮# দেখলাম আমার জন্য ৪৫ টাকায় ২ জিবি অফার আসছে।
(গতকাল,কিন্ত আমার কোন অফার ছিল না)
*তখন বুঝলাম ওরা প্রতিদিনের অফার প্রতিদিনই পরিবর্তন করে।
অতএব, আপনি পেতে পারেন প্রতিদিন ১ জিবি করে একদম বিনামূল্যে।
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
আজকে এই পর্যন্ত।
সবার সুস্থতা কামনা করছি।
ফেসবুকে অামি