এতদিন আমরা জানতে পারতাম শুধু কোন NID কার্ড এ সেই অপারেটরে কতগুলো সিম বায়োমেট্রিক করা হয়েছে।
[GP= type Info send 4949
BL= *1600*2#
Robi= *1600*3#
Airtel= *121*4444#]
এভাবে শুধু কতগুলো সিম সে অপারেটরে রেজিস্টেশন হয়েছে তা জানা যেতো। সে জন্য অনেক সময় অনেক সমস্যায় পরতে হয়।
কিন্তু এখন যে কোন সিম থেকেই জানা যাবে- সে সিম যে NID কার্ড দিয়ে বায়েমেট্রিক পদ্ধতিতে রেজিস্টেশন করা হয়েছে সেই NID কার্ড দিয়ে কোন অপারেটরে কতগুলি সিম বায়েমেট্রিক পদ্ধতিতে রেজিস্টেশন করা হয়েছে। শুধু তাই নয় কোন কোন নাম্বার রেজিস্টেশন করা হয়েছে সে নাম্বারের শেষ ৩ সংখ্যা ও জানা যাবে।
তাহলে দেখে নিন কি করে জানতে পারবেনঃ
★ আমি বিষয়টা প্রথমে জেনেছি আমার সিমে ব্যালেন্স চেক করার সময়
★ প্রথমে ডায়াল করুন *16001#
★ তারপরে আপনার NID এর শেষ চার সংখ্যা দিয়ে সেন্ড করুন।
★ কিছুক্ষনের মদ্ধেই আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে আপনার NID দিয়ে কোন অপারেটরে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।
★বিঃদ্রঃ আপনি যে সিম থেকে কোড ডায়াল করবেন সেই সিম কোন NID দিয়ে রেজিস্টেশন করা তা আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে এবং সেই NID কার্ডের শেষ চার সংখ্যাই দিতে হবে। তাহলে সে NID দিয়ে আর কোন অপারেটরে কতগুলো সিম রেজিস্টেশন হয়েছে তা জানতে পারবেন।
★★★
আজ এ পর্যন্তই।