Site icon Trickbd.com

ফোরজি (4G) পেতে যা করতে হবে তা দেখে নিন বিস্তারিত

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহিম।।
আসসালামু্আলাইকুম।।।

আশা করি আল্লাহর রহমতে সকলেই ভাল আছেন।।
পোষ্ট:::-

4G চালু হচ্ছে আজ থেকে। কিন্তু কীভাবে জানব আমার ফোন এবং সিম ফোরজি কি না? এ সমস্যার সমাধান পাব আমরা আমাদের মোবাইল থেকেই,,, সিমটি ফোরজি কি না, সেটি বিনা মূল্যে জানা যাবে নিজের সিম থেকেই।।

মোবাইল সিম কোম্পানি কিছু নম্বর দিয়েছে, যা ডায়াল করে এবং মেসেজের মাধ্যমে জানতে পারব।ডায়াল বা মেজেস করার পর ফিরতি মেসেজে জানিয়ে দিবে সিমটি কি না।

এরই মধ্যে আবার হয়ত মোবাইল অপারেটরগুলো ফোরজি সেবা পেতে 4G আগ্রহী ব্যক্তিদের গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে সিম বদলে নেওয়ার জন্য মেসেজ পাঠিয়েছে।

ফোরজি (4G) সেবা পেতে হলে যা যা করতে হবে—

ফোরজি সেবা পেতে হলে সিমকার্ড ও হ্যান্ডসেটটি এ 4G উপযোগী হতে হবে। সিমটি ফোরজি কি না, সেটি বিনা মূল্যে জানার সুযোগ আছে।

• গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইল ফোন থেকে *121*3232# ডায়াল করলেই ফিরতি মেসেজে সিমটি ফোরজি কি না, তা জানতে পারবেন।

• রবির গ্রাহকদের এ জন্য ডায়াল করতে হবে *123*44#।

• বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে 5000 নম্বরে মেসেজে পাঠালে ফিরতি মেসেজে ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন।

• টেলিটক তাদের ব্যবহারকারীদের জন্য এখনো এ ধরনের কোনো সেবা চালু করেনি।

•এয়ারটেল রবির কোডটি চেষ্টা করুন।।

আমি আরো কিছু জানতে পারলে পোষ্টটি তখন আপডেট করে দিব,,ইনশাআল্লাহ।।।

সিমটি যদি ফোরজি না হয়, তাহলে তা সেই মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র(কাস্টমার কেয়ার) থেকে পরিবর্তন করে নিতে হবে।
এ জন্য মূল্য সংযোজন করসহ খরচ পড়বে ১১৫ টাকা।

সিম পরিবর্তন করতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক ভেরিফিকেশন) দিতে হবে।

আপনার ব্যবহৃত সেটটি 4G কি না, সেটি আপনি নিজেই জানতে পারবেন।
এ জন্য প্রথমে মোবাইল ফোনের ‘Setting ’ অপশনে যেতে হবে।
সেখানে mobile Network’-এ গেলে দেখা যাবে ফোনটি ফোরজি প্রযুক্তির কি না।

6Version এর ক্ষেত্রে —
Setting>More>Cellular Networks>preferred networks>
4g/3g/2g (Auto)
অথবা Lte/3g/2g

মোবাইল ফোন অপারেটরের সেবাকেন্দ্র ও বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্র থেকেও ফোরজি হ্যান্ডসেটের তথ্য জানা যাবে।

• জিপি সিম ৪জি করলে ১.৫জিবি নেট পাবেন,, যার মেয়াদ ৭দিন।

পোষ্টটি দেখা প্রথমআলো থেকে।।

পোষ্টের মধ্যে কোন প্রকার ভুল থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বলবেন ইনশাআল্লাহ ভুলটি শুধরিয়ে নিব।।

দয়া করে সকল মুসলিম ভাই/বোনেরা ৫ওয়াক্ত নামাজ আদায় করুন

আল্লাহ হাফেজ।।।।