প্রথমত বলে রাখি এই পোস্ট কিছুটা কপি করা। যিনি এই পোস্ট করেছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে পোস্ট শুরু করলাম।
এয়ারটেল এর লোভের কারণে এয়ারটেল্কে অনেকেই বিদায় জানিয়েছেন। ( ১ টাকায় ৬০ এম্বি বন্ধ ) ফেইসবুকে দেখলাম সবাই প্লে স্টোরে গিয়ে গিয়ে মাই এয়ারটেল অ্যাপ এ ১ স্টার রেটিং দিচ্ছে??.
তাই এয়ারটেল্কে বিদায় জানিয়ে শুরু করছি। বাংলালিনক বন্ধ সিম অফার..
এই ভাবে অন্তত ৬ মাস ব্রাউজিং করে কাটাতে পারবেন।
যা যা লাগবে
১. অন্তত ২ টি বাংলালিনক বন্ধ সিম লাগবে।
২. বাংলালিনক বন্ধ অফার চেক করার নিয়ম:
যেমন: 0191****038 Send 4343.
আপনি বন্ধ সিমের আওতায় থাকলে মেসেজ জানতে পারবেন।
৩. ফ্লেক্সিলোড এর দোকান থেকে ২৩ টাকা রিচার্জ করুন। ( বিকাশ বা রকেট থেকে হবে না )
টাকা মূল ব্যলেন্সে থাকবে এবং ১ জিবি বোনাস পাবেন।
৪. ৭ দিন পর একই নিয়মে আরেকটি সিম চালু করবেন এবং ১ জিবি বোনাস পাবেন।
৫. একটি সিমে ১২ জিবি দিবে। ১৫ দিন পর পর ৯ টাকা রিচার্জে ১ জিবি দিবে।
[ প্রতিদিন লিমিট ৩৫০ এম্বি মাত্র ]
মেগাভাইট চেক করার নিয়ম:*১২৪*৬৩#
৬. নিজের নাম্বার জানতে ডায়াল: *৫১১#