সুপ্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন?
জি,আলহামদুলিল্লাহ আমি ভালই আছি।
চলুন জেনে নেই সব সিমের Missed Call Alart সার্ভিসটির কোড সম্পর্কে———
যারা Missed Call Alart সার্ভিসটির সম্পর্কে জানেন না,তাদের কে বলছি —
?এই সার্ভিসটি চালু থাকলে আপনার ফোন বন্ধ থাকা অবস্থায় কে কে ফোন দিতে চেয়েছিল বা দিছে এবং কোন সময়ে ফোন দিয়েছিল, তা ও আপনাকে sms এ জানিয়ে দেয়া হবে।
?এই সার্ভিসটি রবি,এয়ারটেল ও বাংলালিঙ্ককে ফ্রি নিতে পারবেন।কোনো প্রকার চার্জ হবে না।
?এই সার্ভিসটি গ্রামিনফোনে নিতে হলে মাসিক চার্জ দিতে হবে।
ss→→→→→→↓↓↓↓↓↓↓↓↓←←←←←←
রবি সিমের জন্য ডায়াল করুন–
1 দিয়ে send করে Activate করুন।
এয়ারলেট সিমের জন্য ডায়াল করুন—
1 দিয়ে send করে confrim করুন
বাংলালিঙ্ক সিমের জন্য ডায়াল করুন—
1 দিয়ে send করে Active করে নিন।
এবং গ্রামিনফোন এর জন্য ডায়াল—
1 দিয়ে send করুন চার্জ সহ।
নোটঃগ্রামিনফোন বাদে অন্যান্য অপারেটর অর্থাৎ রবি,এয়ারটেল ও বাংলালিঙ্ক গ্রাহকরা নিতে পারবেন ফ্রিতে।
আর গ্রামিনফোনের গ্রাহকদের জন্য ১২.১৮ টাকা মাসিক চার্জ দিতে হবে।
বিঃদ্রঃআমার জানা মতে এরকম পোস্ট trickbd তে নেই,তাই পোস্ট করলাম।
আর যারা এ সার্ভিসটির সম্পর্কে জানে না,শুধু তাদের জন্যে ই।
আর—একটি কথা, যদি trickbd তে আমাদের আড়াইহাজার এলাকার কেউ থাকেন,তাহলে কমেন্ট করে জানাবেন।Pls…