সুপ্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন?
জি,আলহামদুলিল্লাহ আমি ভালই আছি।
চলুন জেনে নেই সব সিমের Missed Call Alart সার্ভিসটির কোড সম্পর্কে———
যারা Missed Call Alart সার্ভিসটির সম্পর্কে জানেন না,তাদের কে বলছি —
?এই সার্ভিসটি চালু থাকলে আপনার ফোন বন্ধ থাকা অবস্থায় কে কে ফোন দিতে চেয়েছিল বা দিছে এবং কোন সময়ে ফোন দিয়েছিল, তা ও আপনাকে sms এ জানিয়ে দেয়া হবে।
?এই সার্ভিসটি রবি,এয়ারটেল ও বাংলালিঙ্ককে ফ্রি নিতে পারবেন।কোনো প্রকার চার্জ হবে না।
?এই সার্ভিসটি গ্রামিনফোনে নিতে হলে মাসিক চার্জ দিতে হবে।
ss→→→→→→↓↓↓↓↓↓↓↓↓←←←←←←
রবি সিমের জন্য ডায়াল করুন–
1 দিয়ে send করে Activate করুন।
এয়ারলেট সিমের জন্য ডায়াল করুন—
1 দিয়ে send করে confrim করুন
বাংলালিঙ্ক সিমের জন্য ডায়াল করুন—
1 দিয়ে send করে Active করে নিন।
এবং গ্রামিনফোন এর জন্য ডায়াল—
1 দিয়ে send করুন চার্জ সহ।
নোটঃগ্রামিনফোন বাদে অন্যান্য অপারেটর অর্থাৎ রবি,এয়ারটেল ও বাংলালিঙ্ক গ্রাহকরা নিতে পারবেন ফ্রিতে।
আর গ্রামিনফোনের গ্রাহকদের জন্য ১২.১৮ টাকা মাসিক চার্জ দিতে হবে।
বিঃদ্রঃআমার জানা মতে এরকম পোস্ট trickbd তে নেই,তাই পোস্ট করলাম।
আর—একটি কথা, যদি trickbd তে আমাদের আড়াইহাজার এলাকার কেউ থাকেন,তাহলে কমেন্ট করে জানাবেন।Pls…