Site icon Trickbd.com

banglalink সিম এ 23 Taka recharge এ দূর্দান্ত অফার! ১২ জিবি ফ্রি ইন্টারনেট।[সকল বন্ধ সিমে] [রিটেইলার কর্তৃক]

Unnamed

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

 

আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

 

এখন কাজের কথায় আসি।

 

কিছু কথা:

বন্ধরা,
আপনাদের যাদের কাছে banglalink বন্ধ সিম আছে,তারা সবাই তারাতারি সিম টি মোবাইল ফোনে উঠিয়ে recharge পয়েন্টে চলে যান।

আর তাকে বলুন যে, banglalink বন্ধ সিম এ 23 Taka recharge করে ফ্রি 12GB ইন্টারনেট অফার টি পুরন করে দিতে।

 

শুধু এখানেই শেষ নয়,

 

সাথে ব্যালেন্স এ ২৩ টাকা তো থাকবেই।

আপনি কিন্তু প্রথমে পাবেন 1 GB. যার মেয়াদ হবে ১৫ দিন।

মনে রাখবেন,
এইটা কিন্তু প্রতিদিন সর্বোচ্চ ৩৫০ এমবি করে মোট ১৫ দিনে 1GB ব্যাবহার করতে পারবেন।

 

আরো ১১ জিবি পেতে

 

আপনাকে ১৫ দিন পরপর 9 Taka recharge করতে হবে।

তাহলে আপনি আরো 1GB করে পেতে থাকবেন।

 

আপনাদের সুবিধার জন্য বলছি যে

 

যদি কোন রিটেইলার এই পদ্ধতি না জেনে থাকে, তবে পোষ্টের নিচে আমি একটি রিটেইলার এর ফ্রি ফেসবুক আইডি দিয়ে দেবো।

সেখান থেকে আপনারা তাকে আপনাদের নাম্বার টা ম্যাসেজ করলেই সে আপনারদের কে অফার টি পুরন করে দিবে।

আর হ্যা…..
আপনারা কিন্তু তাকে ঠকাবেন না।

আপনার অফারটি পুরন হওয়ার পর তাকে অবস্যই আপনার banglalink সিম এ 23 Taka recharge করে দেওয়া টাকা
তাকে ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে ফিরিয়ে দিবেন।

তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।

এখানে আমি পর্যাপ্ত পরিমান স্ক্রিনশট দিয়েছি।

তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।

আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।

তো প্রথমে:

আপনারা দেখুন,
আমার সিমে ব্যালেন্স নাই।

 

 

banglalink sim

এ ক্লিক করলাম

 

 

একটু অপেক্ষা করি।

 

 

এই যে দেখুন,
আমার সিমে ব্যালেন্স নাই।

 

 

আমার banglalink সিম এ 23 Taka recharge করতেই এই এসএমএস টি আসলো।

 

 

পুরো ম্যাসেজটি দেখুন।

 

 

এখন আমি আমার সিম এর এমবি চেক করবো।

 

 

দেখুন banglalink সিম এ ক্লিক করলাম।

 

 

একটু অপেক্ষা করি।

 


 

এখন দেখুন, এমবি দেখাচ্ছে।
সাথে এমবি এর মেয়ার আর এমবি কিভাবে ব্যাবহার করা লাগবে তা দেখাচ্ছে।

 

 

এখন আবার আমি আমার ব্যালেন্স চেক করবো।

 

 

দেখুন আমার ব্যালেন্সে এখন 23 Taka. দেখাচ্ছে।

 

 

এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।

ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।

 

আর রিটেইলার কে ফ্রি ফেসবুকে পেতে

 

আরেকটি কথা হলো,,,,,,,,,,
সকল মুসলমান নর ও নারীর
নামাজ কায়েম করা ফরয।

তো আমরা সবাই আল্লাহর হুকুম পালন করবো ইনশাল্লাহ।

Exit mobile version