আসসালামু অলাইকুম
আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।আজ আমি হাজির হলাম সম্পূর্ণ নতুন রূপে ফিরা আসা রবি টিভি নিয়ে।আপনি রবি সিম বাবদ অন্য সিম বা ওয়াইফাই দিয়েও ব্যবহার করতে পারবে।শুধু মাত্র সাধারণ ডেটা চার্জ ব্যতীত কোন ফি লাগবে না।
App Name: Robi TV
Size: 9.7 MB
বি.দ্র: ডাউনলোড করার জন্য UC Browser বা Built in Browser ব্যবহার করুন।
Robi TV বা রবি টিভি অ্যাপটি লাইভ টিভি দেখার জন্য রবি সিম গ্রাহক দের জন্য একটি স্ট্রিমিং অ্যাপ।রবি যখন এই অ্যাপের প্রথম ভার্শন রিলিজ করে তখন অ্যাপটি একবার সাবস্ক্রাইব করে বিনামূল্য যত খুশি দেখা যেত।কিন্তু পরিবর্তিতে বিভিন্ন হ্যাকিং এর কারনে তা বন্ধ হয়ে যায়।পরবর্তীতে সাবস্ক্রাইব এবং ডাটা চার্জ দিয়ে দেখতে বাধ্য করা হয় গ্রাহকদের।যেকারনে রবি টিভি গ্রাহক সংখ্যা কমে যায়।যার মাঝে রবি টিভি বন্ধ করে দেওয়া হয় সাময়িক সময়ের জন্য।প্রায় ৬ মাস পর গত ১৩ এপ্রিল নববর্ষ উপলক্ষে আপডেট করা হয় রবি টিভি অ্যাপটি এবং আবার চালু করা হয় রবি টিভি সার্ভিস।আর এই আপডেটেই রবি নিয়ে আসে ভিন্ন সব চমক।
New UI
রবি টিভির আগের হোয়াইট এবং রেড আইপিটিভি ইউআই এখন নেই।বর্তমানে অ্যাপটি ব্ল্যাক এবং হোয়াই ইউআই নিয়ে আপডেট করা হয়েছে।ইউআই আগের থেকে ভিন্ন হলেও অনেক ফিচার যুক্ত করা হয়েছে অ্যাপটিতে।রাতে দেখার জন্য ইউআই অনেক কার্যকর মনে হয়েছে আমার।
Live TV with Floating Mode
নতুন টিভি চ্যানেলে কোন সাবস্ক্রিপশন চার্জ নেই।কিন্তু স্ট্রিম করার জন্য ডেটা চার্জ আবশ্যক।নতুন চ্যানেল বিনামূল্য হওয়ার কারনে অনেক চ্যানেল নেই।তবে খেলা দেখার মত প্রায় অনেক চ্যানেল এই অ্যাপেই পাওয়া যাবে।টিভি দেখার সময় অ্যাপের মধ্যেয় ইউটিউবের মত ফ্লোটিং ভাবে লাইভ টিভি স্ট্রিম করা যাবে কিন্তু অ্যাপের বাইরে তা কাজ করবে না।নতুন এই সিস্টেম আমার কাছে অনেকটা কার্যকর বলে মনে হয়েছে।
TV Shedule
প্রায় সময় টিভির বিভিন্ন সূচি মনে থাকে না?বিভিন্ন টিভি শো দেখতে ভুলে যান? রবি টিভি সূচির মাধ্যমে নির্দিষ্ট সময়ে এবং তারিখে পেয়ে যাবেন নোটিফিকেশন রিমাইন্ডার।যেকোন দিনের গুরুত্বপূর্ণ টিভি সুচি দেখতে পারবেন আপনার নিজ ইচ্ছে অনুযায়ী।সেট করে রাখা নোটিফিকেশন গুলো আপনি সেটিং থেকে অফও করে রাখতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী।যার ফলে কোন টিভি শো আর মিস হবে না আপনার।
Videos & TV Shows
আগে এই ফিচারটি থাকা সত্ত্বেও, খুব কম নতুন ভিডিও পাওয়া যেতে।নতুন ভিডিও এবং বিভিন্ন নাটক আগে থেকেয় যুক্ত করা আছে এই নিউ ভার্শনের অ্যাপটিতে।আরো নতুন ভিন্ন নাটক ভিডিও অ্যাড করা হয়েছে অ্যাপটিতে তবে কিছু কিছু নাটক এবং ভিডিও দেখার জন্য সাবস্ক্রিপশন চার্জ প্রযোজ্য।
Own Video Quality
এই ফিচারটি ডাটা ব্যবহার কারি দের জন্য গুরুত্বপূর্ণ।ভিডিও নিজের ইচ্ছে অনুযায়ী High, Medium, Low এই ৩ টি সাইজে সেট করে রাখতে পারবেন।Low প্রায় ১ ঘন্টায় ৫০-৬০ এমবি এর মত ডাটা চার্জ হারে ব্যয় করবে অ্যাপটি।ফিচারটি ব্যবহারের জন্য App option ➡ App setting ➡ High /Medium /Low এই ৩ টির মধ্যে যেকোন একটি সব সময় রাখা উচিত, Auto সেটিং ব্যবহার করা উত্তম নয়।ওয়াইফাই ইউজার দের আমি High quality ব্যবহার করার নির্দেশ দিব।Auto ব্যবহারে অতিরিক্ত ভিডিও লোডিং একদম বিরক্তিকর মনে হবে আপনার।
Any Sim or WiFi
রবির এই আপডেট এর পর থেকে প্রায় অন্য সিম এবং ওয়াইফাই দিয়েই যেকোন চ্যানেল বা ভিডিও স্ট্রিম করা সম্ভব।এজন্য শুধু সিমে ডাটা থাকলেই চলবে।শুধু প্রথম বার কোন রবি সিম দিয়ে লগিন করে নিলেই চলবে।
পূর্ববর্তী পোস্ট সমুহঃ
[don’t miss] PPSSPP app নিয়ে বিস্তারিত এবং God Of War Highly Compressed Game ৪০০ এমবি গেম মাত্র ৮৫ এমবি সাথে রিভিও।
-
গুগোল কিছু দিন পর Android P রিলিজ করবে দেখে নিন এর আগের ভার্শন গুলো কেমনছিল?আর কিছু তথ্য Android Marshmallow vs Android Nougat vs Android Oreo দেখুন বর্তমানে কোনটি সবচেয়ে ভাল।
মন্তব্যঃ
পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।
সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen
এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।