Site icon Trickbd.com

Grameen Phone হট লাইন 121 এ যোগাযোগ করতে যে সমস্যা হয়,নিয়ে নিন তার সঠিক সমাধান।[Only For All GP User]

Unnamed

আসসালামু ওয়ালাইকুম।
আমার মতো আপনারা ও হয়তো ভালো আছেন।

আজ আপনাদের সাথে একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

আমরা যারা GP SiM ব্যবহার করি,
অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে তাদের হট লাইন 121 এ কল করে যোগাযোগ করে থাকি।

এখন সমস্যা হচ্ছে GP এর হেল্প লাইন এ Live Support নিয়ে।


আমাদের মাঝেয় অনেকে শুধু 121 এ কল দিয়ে ঝামেলায় পরি।
কারণ তাদের এই মেনুতে সরা সরি কথা বলার কোন অফসান খুজে না পেয়ে।

আজ এই পোষ্ট এ আমি আপনাদের দেখাচ্ছি কি করে Gp এর Support এ সরা সরি কথা বলবেন।

এর জন্য প্রথমে 121 এ কল করুন।


এখন কিছুক্ষন অপেক্ষা করে 1 চাপুন।

এবং তার পর আবার 7 চাপুন।

১ এবং ৭ চাপার মাঝে ৫-১০ সেকেন্ড সময় নিবেন।

এখন আপনার কলটি Gp এর একজন প্রতিনিধি এর কাছে ট্রান্সফার করা হবে।

আশা করি ট্রিক টি আপনারা যারা জানেন না তাদের খুবই উপকারে আসবে।

ধন্যবাদ।