আসসালামু-আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করি ভাল। আর ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে।তাহলে আজকের বক্তব্য শুরু করা যাক।
আজকের পোস্টের বিষয় তো টাইটেল দেখে ই বুজছেন যে জিপির সিম স্কিটোতে কিভাবে রিচার্জ করবেন।রিচার্জ করা কঠিন কিছু না, একবার দেখলেই বুজবেন।তাইলে হয়ে যাক:
পূর্বের পোস্ট:জিপির স্কিটো সিমের সাতকাহন (A-Z)
সিমে রিচার্জ করা যায় মোট ২ টা উপায়ে:
১)Flexiload দোকান থেকে
২)Skitto app দিয়ে
Flexiload দোকান থেকে :
Flexiload এর দোকান এ গিয়ে বলবেন আমার স্কিটে সিমে রিচার্জ করবো, তারপর যদি বলে নম্বর বলেন তাইলে তো বললেন ই।কিন্তু অনেকে এ আছে স্কিটো সিমের নাম শুনে নাই।তাদের বলবেন *666*skitto number*Amount*Flexiload pin # দিয়ে ডায়াল করতে।অনেকে এ করতে চাইবে না কারন তারা মনে করবে যে আপনি তার নম্বর থেকে চুরি করে টাকা নিতে চাচ্ছেন, আমি নিজে ও এমন সমস্যায় পরছি।তাই আমি বিকাশে একবারে ২০০/৩০০ টাকা লোড করি, আস্তে আস্তে নেই
Skitto App :
Skitto এপ এর মধ্য আবার ২ টা অপশন আছে।
১)Gpay
২)Pay online (Bkash,Rocket,Card সহ সব)
সবার কাছে বিকাশ,রকেট এখন অলিখিত বাধ্যতামুলক বিষয়।তাই আমি বিকাশ দিয়ে দেখাবো।অন্য গুলা কেমনে করবেন সেটা ও বলে দিবো।
বিকাশের মাধ্যমে:
১)প্রথমে স্কিটো এপে ডুকবেন এবং রিলোড নামের অপশন পাবেন।
২)তারপর নম্বর পাবেন এবং কত টাকা রিলোড করতে চান সেটা লিখুন,আমি দিলাম ১০ টাকা
৩)ক্লিক করলে ২ টা অপশন পাবেন,নিচের অপশন সিলেক্ট করুন।(Pay online)
৪)তারপর মোবাইল অপশন সিলেক্ট করুন।নিচে বিকাশ দেখতে পাবেন এবং একটা মার্চেন্ট নম্বর দেয়া আছে।সেটা কপি করুন।
৫)তারপর বিকাশ এপ এ ডুকবেন, আপনি যখন স্কিটো ইউজার তাইলে শিওর বিকাশ এপ ও ইউজার হবেন।Make payment অপশনে যান।
৬)মার্চেন্ট নম্বর এ আপনার কপি করা নম্বর টা দিন,তারপর রেফার নম্বর বা কাউন্টার নম্বর যা ই চায় ১ দিবেন,আমি আগে কয়েকবার পেমেন্ট করছি তাই আমার টায় অপশন আসে নাই
৭)তারপর এমাউন্ট দিন,আমি দিলাম ১০ টাকা, পরিমা ন সেম হতে হবে।
৮)তারপর পাসওয়ার্ড দিয়ে Tap and hold করুন।কিছু সস্যার কারনে স্কিনসর্ট দেয়া গেলা না।
৯)আপনার পেমেন্ট সাকসেসফুল।দারান শেষ হয় নাই।
পাশে দেখুন Transactions নম্বর আছে, সব বড় হাতে অক্ষর এই টা কপি করুন।
১০)ব্যাক টু স্কিটো এপ তারপর বিকাশ অপশন এর নিচের ফাকা বক্সে বসায়ে Done দিন।
Please wait লেখা অাসবে।
১১)কিছু ক্ষন পর লেখা আসবে Congrts,You have succesfully reload amount 10 tk.
12)আমার ব্যালেন্স ৩.৯৬ থেকে ১৩.৯৬ হয়ছে।
রকেটের মাধ্যমেও সেম প্রসেস এ পেমেন্ট করে রিচার্জ করতে পারবেন।আর কার্ড দিয়ে করলে করার সিস্টেম কার্ড এর মালিক রা ভালো ভাবে পারবে, আমি কার্ড ব্যবহার করে কখনো করি নাই এবং সবার বিকাশ আছে বলে বিকাশ দিয়ে দেখাইছি।
পোস্টি পড়ার জন্য ধন্যবাদ।ভাল লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না।খারাপ লাগলে বলবেন কেন খারাপ লাগলো।