Site icon Trickbd.com

টেলিটক ‘বর্ণমালা’ সিম পাওয়ার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে সিম সংগ্রহ করবেন, বিস্তারিত পোস্ট

বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেক দিন পর লিখছি। কেমন আছেন সবাই?  আশা করি সবাই ভালো আছেন । ?

আমরা সকলেই জানি আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত কয়েক বছর ধরে এস.এস.সি. পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশষ নম্বর  সংবলিত সিম “আগামী” দিয়ে আসছে । বিশেষ সবিধা সম্বলিত এই সিম এতদিন শুধু এস.এস.সি.-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেয়ে আসলেও এবার এস. এস.সি পাশ যেকোন ছাত্র-ছাত্রীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ এনেছে । যার নাম – “বর্ণমালা” । সিমটির সুবিধা “আগামী” প্যাকেজের চেয়ে কিছুটা কম হলেও অন্য যেকোন অপারেটর এর যেকোন প্যাকেজ থেকে ভাল !

আসুন জেনে নেই কি কি বিশেষ সুভিধা থাকছে এই প্যাকেজেঃ

                   বিস্তারিত  রেট / মিনিট পালস্
ভয়েস কল অন নেট ৪৫ পয়সা ১০ সেকেন্ড
অফ নেট ৪৫ পয়সা
ভিডিও কল
অন নেট ৩০ পয়সা
এমএমএস
অন নেট ১ টাকা
এসএমএস
অন নেট ৩০ পয়সা
অফ নেট ৩০ পয়সা
বোনাস
৩০ টাকায় পাবেন ভয়েস-অন-নেট ৩০ মি, ডাটা-৬০এমবি এবং এসএমএস-৩০ (মেয়াদ ৩ দিন)

এক্টিভেশন বোনাস –

  • বর্ণমালা সিমটি চালু করলেই পাচ্ছেন যেকোন অপারেটরে ৫০ মিনিট, ৫০ এসএমএস (মেয়াদ ৩০দিন) ও ২জিবি ডাটা(মেয়াদ ৭দিন) ফ্রি।
  • বিদ্যমান প্রিপেইড পে পার ইউজ ডাটা রেট ও ভয়েস এসএমএস রেট “বর্ণমালা” প্যাকেজের জন্য প্রযোজ্য হবে.
  • রিচার্জ অফার অন্যান্য প্যাকেজের জন্য প্রযোজ্য নয়।

এছাড়াও কি কি অফার থাকছে এই স্পেশাল প্যাকেজটির সাথে তা জানতে নিচের পোস্ট টা দেখে আসতে পারেন ;

বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী নেট প্যাকেজ নিয়ে এলো টেলিটক(Teletalk Agami & Teletalk Bornomala)

সিম পেতে আপনাকে যা যা করতে হবেঃ

টেলিটক ‘বর্ণমালা’ সিম পাওয়ার জন্য আপনি অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন আবার এস.এম.এস এর মাধ্যমেও রেজিস্টার করতে পারেন ।

এস.এম.এস এর মাধ্যমে রেজিস্টার করার জন্য নিম্নোক্ত ফরম্যাটে SMS করুনঃ

BOR [space] SSC_Board(first 3 letters) [space] SSC_Roll [space] SSC_Passing_Year [space] SSC_registration_no.[space] contact_No(Any operator) [space] CC_Code(Optional) . CC code means customer care code.

Example: BOR dhaka 123456 2015 0155xxxxxxxxx 100 .

SMS 16222 এ পাঠাতে হবে।

 

চলুন এবার অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা জেনে নেওয়া যাক, এস.এম.এস এর তুলনায় অনলাইনে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন ।  এজন্য আপনাকে প্রথমেই নিচের লিংকে ক্লিক করতে হবে ;

লিংকঃ bornomala.teletalk.com.bd/application.php

উপরের লিংকে ক্লিক করার পরে নিচের মত একটা পেজ ওপেন হবে , সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে Next এ ক্লিক করবেন ।

Next এ ক্লিক করার পরে আপনার প্রধানকৃত তথ্যগুলো দেখাবে, তথ্যগুলো সঠিক হয়েছে কি না তা যাচাই করার জন্য, যদি কোন ভুল থেকে থাকে তাহলে সেটা আপনি এডিট করে নিতে পারবেন । এবার যদি সবগুলো তথ্য ঠিক থাকে তাহলে সাবমিট এপ্লিকেশন এ ক্লিক করুন ।

সাবমিট দেওয়ার পরে আপনাকে একটি সাকসেস ম্যাসেজ দেখাবে ।

আপনার রেজিস্ট্রেশটি সম্পন্ন হয়েছে , এখন আপনাকে অপেক্ষা করতে হবে । সিম দেওয়ার তারিখ ও সময় আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।

সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবেঃ

-টেলিটক কর্তৃক সিম উত্তোলনের মেসেজ
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে।

 

ধন্যবাদ সবাইকে , পোষ্টটি পড়ার জন্য । আপনাদের বোঝার সুভিদ্ধার্থে সবকিছু স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হয়েছে তারপরও যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট এ জানাবেন ।

ভালো থাকবেন সবাই , আমাদের সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ ?

আমাদের সাথেই থাকুন । আমাদের ফেইসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল এ লাইক / স্যাবস্ক্রাইব করতে ভুলবেন না ।

ফেসবুক পেজঃ Trickbd – Know For Sharing

ইউটিউবে ট্রিকবিডিঃ Trickbd.com