বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেক দিন পর লিখছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন । ?
আমরা সকলেই জানি আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত কয়েক বছর ধরে এস.এস.সি. পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশষ নম্বর সংবলিত সিম “আগামী” দিয়ে আসছে । বিশেষ সবিধা সম্বলিত এই সিম এতদিন শুধু এস.এস.সি.-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেয়ে আসলেও এবার এস. এস.সি পাশ যেকোন ছাত্র-ছাত্রীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ এনেছে । যার নাম – “বর্ণমালা” । সিমটির সুবিধা “আগামী” প্যাকেজের চেয়ে কিছুটা কম হলেও অন্য যেকোন অপারেটর এর যেকোন প্যাকেজ থেকে ভাল !
আসুন জেনে নেই কি কি বিশেষ সুভিধা থাকছে এই প্যাকেজেঃ
বিস্তারিত | রেট / মিনিট | পালস্ | |
ভয়েস কল | অন নেট | ৪৫ পয়সা | ১০ সেকেন্ড |
অফ নেট | ৪৫ পয়সা | ||
ভিডিও কল
|
অন নেট | ৩০ পয়সা | |
এমএমএস
|
অন নেট | ১ টাকা | |
এসএমএস
|
অন নেট | ৩০ পয়সা | |
অফ নেট | ৩০ পয়সা | ||
বোনাস
|
৩০ টাকায় পাবেন ভয়েস-অন-নেট ৩০ মি, ডাটা-৬০এমবি এবং এসএমএস-৩০ (মেয়াদ ৩ দিন) |
এক্টিভেশন বোনাস –
-
বর্ণমালা সিমটি চালু করলেই পাচ্ছেন যেকোন অপারেটরে ৫০ মিনিট, ৫০ এসএমএস (মেয়াদ ৩০দিন) ও ২জিবি ডাটা(মেয়াদ ৭দিন) ফ্রি।
-
বিদ্যমান প্রিপেইড পে পার ইউজ ডাটা রেট ও ভয়েস এসএমএস রেট “বর্ণমালা” প্যাকেজের জন্য প্রযোজ্য হবে.
- রিচার্জ অফার অন্যান্য প্যাকেজের জন্য প্রযোজ্য নয়।
এছাড়াও কি কি অফার থাকছে এই স্পেশাল প্যাকেজটির সাথে তা জানতে নিচের পোস্ট টা দেখে আসতে পারেন ;
বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী নেট প্যাকেজ নিয়ে এলো টেলিটক(Teletalk Agami & Teletalk Bornomala)
সিম পেতে আপনাকে যা যা করতে হবেঃ
টেলিটক ‘বর্ণমালা’ সিম পাওয়ার জন্য আপনি অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন আবার এস.এম.এস এর মাধ্যমেও রেজিস্টার করতে পারেন ।
এস.এম.এস এর মাধ্যমে রেজিস্টার করার জন্য নিম্নোক্ত ফরম্যাটে SMS করুনঃ
BOR [space] SSC_Board(first 3 letters) [space] SSC_Roll [space] SSC_Passing_Year [space] SSC_registration_no.[space] contact_No(Any operator) [space] CC_Code(Optional) . CC code means customer care code.
Example: BOR dhaka 123456 2015 0155xxxxxxxxx 100 .
SMS 16222 এ পাঠাতে হবে।
চলুন এবার অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা জেনে নেওয়া যাক, এস.এম.এস এর তুলনায় অনলাইনে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন । এজন্য আপনাকে প্রথমেই নিচের লিংকে ক্লিক করতে হবে ;
লিংকঃ bornomala.teletalk.com.bd/application.php
উপরের লিংকে ক্লিক করার পরে নিচের মত একটা পেজ ওপেন হবে , সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে Next এ ক্লিক করবেন ।
Next এ ক্লিক করার পরে আপনার প্রধানকৃত তথ্যগুলো দেখাবে, তথ্যগুলো সঠিক হয়েছে কি না তা যাচাই করার জন্য, যদি কোন ভুল থেকে থাকে তাহলে সেটা আপনি এডিট করে নিতে পারবেন । এবার যদি সবগুলো তথ্য ঠিক থাকে তাহলে সাবমিট এপ্লিকেশন এ ক্লিক করুন ।
সাবমিট দেওয়ার পরে আপনাকে একটি সাকসেস ম্যাসেজ দেখাবে ।
আপনার রেজিস্ট্রেশটি সম্পন্ন হয়েছে , এখন আপনাকে অপেক্ষা করতে হবে । সিম দেওয়ার তারিখ ও সময় আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।
সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবেঃ
-টেলিটক কর্তৃক সিম উত্তোলনের মেসেজ
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে।
ধন্যবাদ সবাইকে , পোষ্টটি পড়ার জন্য । আপনাদের বোঝার সুভিদ্ধার্থে সবকিছু স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হয়েছে তারপরও যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট এ জানাবেন ।
ভালো থাকবেন সবাই , আমাদের সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ ?
আমাদের সাথেই থাকুন । আমাদের ফেইসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল এ লাইক / স্যাবস্ক্রাইব করতে ভুলবেন না ।
ফেসবুক পেজঃ Trickbd – Know For Sharing
ইউটিউবে ট্রিকবিডিঃ Trickbd.com