Site icon Trickbd.com

[সম্পুর্ন ফ্রিতে] সেহরি কল এলার্ট ও দৈনিক ইফতারের সময়সুচির SMS. সকল অপারেটর এর জন্যই প্রযোজ্য।

Unnamed

আসসালামু আলাইকুম,

আশা করছি সবাই ভালো আছেন।

রমজানের এই বরকতময় মাসে সবকিছুতেই ৭০গুন বেশি সওয়াব পাওয়া যায়।

আমরা অনেকে রোযা রাখার নিয়ত করলেও সঠিক সময়ে ঘুম থেকে জাগতে পারিনা। ফলে গোনাহগার তো হই পাশাপাশি বরকতময় রমজানের ফযিলত থেকে বঞ্চিত হই।

তাই আমাদের প্রায় সবাইকেই সেহরিতে জাগ্রত হবার জন্য অন্য কোন ব্যক্তির উপর নির্ভরশীল হতে হয়। বাবা, মা, স্ত্রী বা প্রেমিক/প্রেমিকা যে কেউ হতে পারে সেই নির্ভরতার প্রতীক।

এছাড়া অনেকে টাকা খরচ করে বিভিন্ন সার্ভিস চালু রাখি যেন ঘুম থেকে জাগ্রত হই এবং কোনদিন কয়টা বাজে ইফতারি হবে সেই সময়টা জানতে পারি।

রোযাদারদের জন্য সুখবর যে,
পেপসোডেন্ট এবার রমজানে সবার জন্যই সম্পুর্ন ফ্রিতে সেহরী কল এলার্ট এবং ইফতারি সময়সুচির SMS সার্ভিস দিচ্ছে। যার জন্য কোন টাকা-পয়সা লাগবেনা।

কিভাবে চালু করবেন এই সার্ভিস?


উত্তরঃআমার টিউনটি অনুসরন করুন অথবা নিচের দিকে দেয়া ভিডিওটি দেখে নিন।

পদ্ধতিঃ
১. প্রথমে এই লিংকে যান। Click Here
২. তারপর সেখানে নির্দিষ্ট বক্সে আপনার নাম ও ফোন নাম্বার দিন।
৩. সবশেষে Submit এ ক্লিক করুন।

সহজে বোঝার জন্য দেখুনঃ

Exit mobile version