আবারো বিকাশ apps এ প্রতি রেফার ২০ টাকা বোনাস নিয়ে নিন

যিনি রেফার করবে সে পাবে ২০ টাকা আর যে রেফার link দিয়ে বিকাশ apps ডাউনলোড করে ঢুকবে সে পাবে ২০+২৫=৪৫ টাকা। ( রেফার লিংক দিয়ে apps ডাউনলোড করার জন্য ২০ টাকা আর প্রথম বার বিকাশ apps এ ঢুকার জন্য ২৫ টাকা)

এই অফার শুধু মাএ তাড়াই পাবে যাদের বিকাশ একাউন্ট আছে কিন্তু কোনো দিন বিকাশ apps এ ঢুকেনি তাড়াই শুধু ২০ টাকা বোনাস পাবেন।

তো শুরু করা যাক

প্রথমে
এখান থেকে অ্যাপ টা ডাউনলোড করেন।

apps ডাউনলোড করা হলে apps এ ঢুকেন

তার পর এখানে ক্লিক করেন।

তার পর আপনার বিকাশ একাউন্ট এর নাম্বার দিন।

তার পর আপনার সিম কি সিম টা সিলেক্ট করে দিন।

তার পর আপনার ফোনে একটা verification code যাবে তা দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিন।

তার পর আপনার নাম দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর আপনার ছবি দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর এখন apps sign-up করা শেষ এবার আসি রেফার কি ভাবে করবেন।

এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করলে একটা লিংক পাবেন তা হচ্ছে আপনারা রেফার লিংক

বিঃদ্র: রেফার এর বোনাস ৪৮ ঘন্টা এর মধ্যে পেয়ে যাবেন

কোনো ধরনের সমস্যা হলে বিকাশ এর কাস্টমারদের সাথে সরাসরি Live Chat কথা বলেন।

কোনো কিছু না বুঝলে comments করবেন।

আমাদের একটা রুমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই Add হবেন

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম
এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন!

ধন্যবাদ।

7 thoughts on "[Hot post] আবারো বিকাশে প্রতি রেফার ২০ টাকা বোনাস আর প্রথম বার বিকাশ apps ঢুকলে ২০+২৫=৪৫ টাকা বোনাস।"

    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ভালো
  1. Avatar photo Mohammad Monir Pro Author says:
    -সিনিয়র অথর হয়েও ,এই পোস্ট করার মানে কি ??

    -এই পোস্ট মাসে ট্রিকবিডিতে ২-৩ টা হতেই থাকে ?
    বুঝিনা কি জন্য করে !

    1. Avatar photo A M Contributor says:
      “আবারো” বলতে কি বোঝানো হয়েছে???

      মাঝখানে লকডাউন টা কবে হয়েছিলো
      ???

  2. Avatar photo Djj Shuvo Contributor says:
    ভাই আজকে প্রায় ১২ টা অ্যাকাউন্ট করলাম অ্যাকাউন্ট করার পর আর অ্যাপ এ লগিন করি নি একন কি রেফার লিনক দিয়ে অ্যাপ এ লগিন করলে রেফার অ্যাড হবে

Leave a Reply