Site icon Trickbd.com

[Hot Post] আবারো বিকাশে প্রতি রেফারে ১০০ টাকা বোনাস পাওয়ার সুযোগ আর যে রেফার লিংক ব্যবহার করে একাউন্ট খুলবে সে পাবে ৭৫ টাকা বোনাস এবং প্রথম ২৫ টাকা মোবাইল রিচার্জে ৫০ টাকা ক্যাশ ব্যাক বিস্তারিত পোস্টে।

Unnamed

আপনার বন্ধু-বান্ধব, পরিবার কিংবা পরিচিতদের বিকাশ অ্যাপ রেফার করার এখনই সময়! আপনার রেফারেল লিংক থেকে কেউ প্রথমবারের মতো বিকাশ অ্যাপ ব্যবহার শুরু করলেই বা নতুন একাউন্ট খুলে আপনার জন্য থাকছে ১০০ টাকা বোনাস পাওয়ার সুযোগ। যে কেউ প্রথমবার অ্যাপ এ লগ ইন করলে, আপনি পাবেন ২০ টাকা বোনাস। এরপর অ্যাপ থেকে প্রথমবার যেকোনো লেনদেন করলে, আপনি পাবেন আরও ৮০ টাকা বোনাস।  রেফার লিংক দিয়ে নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস.!

অফারের বিস্তারিত:

লিমিট: কোনো লিমিট নেই, আপনি যতো ইচ্ছা ততো অ্যাপ রেফার করতে পারবেন

কি ভাবে নতুন একাউন্ট খুলবেন

নিছের লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন

apps ডাউনলোড করা হলে apps এ ঢুকেন

তার পর এখানে ক্লিক করেন।

তার পর যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলবেন সে নাম্বার দিন।

তার পর আপনার সিম কোন অপরাট তা সিলেক্ট করে দিন।

তার পর আপনার ফোনে একটা verification code যাবে তা দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

এর পর আপনার NId কার্ড এর সামনের দিক আর পিছনের দিখের ছবি তুলেন

তার পর আপনার সব তথ্য গুলা ভালো মত দেখে নিন।

তার নিছের তথ্য গুলি দিয়ে দিন।

তার পর আপনার ফোনের সামনের Camera দিয়ে একটা ছবি তুলেন (যার NID কার্ড তার ছবি দিতে হবে)

তার পর কাজ শেষ

তার পর আপনার নাম্বারে একটা Sms যাবে তার পর *247# ডায়েল করে ৪ থেকে ৬ সংখ্যার পিন দিয়ে দেন।

তার পর অ্যাপ এ নাম্বার আর পিন দিয়ে লগইন করলে ২৫ টাকা বোনাস পাবেন এবং সাথে সাথে মোবাইল রিচার্জ অপশন এ ক্লিক করে মোবাইল রিচার্জ করলে আরো ২৫ টাকা বোনাস পাবেন।

রেফার করবেন কি ভাবে

এখানে ক্লিক করুন।

তার পর রেফার করুন তে ক্লিক করলে একটা লিংক পাবে তা দিয়ে রেফার করেন।

প্রমাণঃ


মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

যে কোনো প্রয়োজনে Facebook কে আমি

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ