Site icon Trickbd.com

বিকাশ অ্যাপ থেকে  অগ্রণী ব্যাংক থেকে প্রথমবার বিকাশ একাউন্ট এ ৫০০ টাকা বা তার বেশি পরিমাণ এর টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক!

Unnamed

অগ্রণী ব্যাংক-এর গ্রাহকদের লাইফটা এবার হবে আরও সিম্পল। বিকাশ অ্যাপ-এ আপনার অগ্রণী ব্যাংক একাউন্ট যোগ করলেই, যেকোনো সময় ব্যাংক থেকে বিকাশ-এ টাকা আনতে পারবেন কিংবা বিকাশ থেকে ব্যাংক টাকা জমাও দিতে পারবেন। আর অগ্রণী ব্যাংক থেকে প্রথমবার বিকাশ-এ ৫০০ টাকা বা তার বেশি আনলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক!

অফারের বিস্তারিত:

লেনদেনের লিমিট:

ব্যাংক বা কার্ডের ক্ষেত্রে বিকাশ-এর লিমিট:

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা নিন বোনাস

যে কোনো প্রয়োজনে Facebook কে আমি

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভূলবেন না

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ