বিকাশ অ্যাপ দিয়ে প্রথমবার নির্দিষ্ট ইন্টারনেট প্যাক কিনলে পাচ্ছেন এক্সট্রা ইন্টারনেটের সাথে ১০ টাকা ক্যাশব্যাক। তাই দেরি না করে এখনি ইন্টারনেট উইকে মোবাইল রিচার্জ বিকাশ করে বেছে নিন পছন্দের প্যাক আর পেয়ে যান ক্যাশব্যাক।
অফারের বিস্তারিত:
শর্তাবলি:
- অফারের সময়সীমা: ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০২০
- ক্যাশব্যাক এর জন্য অ্যাপ অথবা *247# ডায়াল করে মোবাইল রিচার্জ বিকাশ করতে হবে।
- গ্রাহক নিজের বিকাশ একাউন্ট থেকে সফলভাবে নির্দিষ্ট প্যাক রিচার্জ করে ১০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন
- অফার চলাকালীন একজন গ্রাহক একবার ক্যাশব্যাক পাবেন (অর্থাৎ, এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক অথবা রবি’র যেকোনো মোবাইল অপারেটরের প্যাক কিনে একবার ক্যাশব্যাক পাওয়ার পর অন্য অপারেটরের প্যাকে আর ক্যাশব্যাক পাবেন না)