এখন ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেলে সাথে সাথে ফোনে ঢুকে যাবে বিকাশ একাউন্ট থেকে অটো রিচার্জ আর রিচার্জ করার ঝামেলা থাকবে না।
অটো রিচার্জ সুবিধা চালু করলে ফোন এর ব্যালেন্স ১০ টাকা বা তার কম হওয়া মাত্র বিকাশ একাউন্ট থেকে ঢুকে যাবে রিচার্জ।
এই সুবিধা টি শুধুমাত্র নিজের নাম্বারেই রিচার্জ করতে পারবেন এবং এয়ারটেল, বাংলালিংক এবং রবি গ্রাহকরাই এই সুবিধাটি চালু করতে পারবে।
তো দেখে নিয়া যাক কি ভাবে অটো রিচার্জ সুবিধাটি চালু করবেন।
USSD *247# ডায়াল করে
প্রথমে মোবাইল রিচার্জ সিলেষ্ট করুন
তার পর অটো রিচার্জ করতে এয়ারটেল, বাংলালিংক এবং রবি সিলেষ্ট করুন
তার পর Star Recharge অপশন সিলেষ্ট করুন
অটো রিচার্জ এর পরিমাণ দিয়ে দিন।
বিকাশ একাউন্ট এর পিন দিয়ে দিন।
তার পর অটো রিচার্জ চালু হয়ে গিয়েছে
বিকাশ অ্যাপ
প্রথমে বিকাশ অ্যাপ এ ঢুকে মোবাইল রিচার্জ সিলেষ্ট করেন।
যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলা আছে সে নাম্বার সিলেষ্ট করেন।
এবার অটো-রিচার্জ সেটিংস দেখুন তে ক্লিক করুন।
তার পর অটো-রিচার্জ চালু করুন তে ক্লিক করে চালু করে দিন।
তার পর ব্যালেন্স শেষ হলে কত টাকা অটো-রিচার্জ ঢুকবে তার পরিমাণ দিয়ে দিন।
তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে দিন।
এখন আপনার অটো-রিচার্জ সুবিধাটি চালু হয়ে গেলো।
শর্তাবলীঃ
- গ্রাহকের অবশ্যই বিকাশ একাউন্ট থাকতে হবে এবং শুধুমাত্র নিজের নাম্বারেই রিচার্জ করতে পারবেন
- শুধুমাত্র এয়ারটেল, বাংলালিংক এবং রবি নাম্বারে প্রিপেইড গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন
- রিচার্জ অ্যামাউন্টটি (২০ টাকা -১০০০ টাকা) অবশ্যই আগে থেকে নির্ধারণ করে দিতে হবে
- গ্রাহকের মোবাইলের ব্যালেন্স ১০ টাকা কিংবা তার কম হওয়া মাত্র অটো রিচার্জ সুবিধা চালু হয়ে যাবে
- গ্রাহক দিনে ৩ বার অটো রিচার্জ সুবিধা গ্রহণ করতে পারবেন