আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এ বিজয় দিবসে বাংলায় নিয়ে আসলো দারুণ একটি ইন্টারনেট অফার। এই মহান বিজয় দিবসে বাংলালিংক নিয়ে আসলো ২ জিবি ইন্টারনেট মাত্র ১৬ টাকায়। এই ইন্টারনেট অফার টি শুধুমাত্র My bl অ্যাপ থেকে পাবেন।
কিভাবে ১৬ টাকায় ২ জিবি ইন্টারনেট নিবো
বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য মহান বিজয় দিবসে ১৬ টাকায় ২ জিবি ইন্টারনেট দিচ্ছে। এই অফারটি পেতে হলে অবশ্যই আপনাকে মাই বাংলালিংক অ্যাপটি ব্যবহার করতে হবে। এই অফারটি শুধুমাত্র মাই বাংলালিংক অ্যাপ ব্যাবহার কারীদের জন্য।এই অফারটির মেয়াদ থাকবে ৩ দিন। এই অফারটি ব্যবহারকারীরা শুধু মাত্র ১৬ ডিসেম্বরের নিতে পারবেন। তো এখন দেখে নেয়া যাক কিভাবে আমরা ১৬ টাকায় ২ জিবি ইন্টারনেট অফারটি নিবো।
আপনাদের মাই বাংলালিংক অ্যাপ লগ ইন করলেই স্ক্রীনশট এর মত একটি ব্যানার দেখতে পাবেন।
এই ব্যনারটিতে ক্লিক করে তারপর আপনার কাংখিত অফারটি নিতে পারবেন।
এমন সব দারুণ ইন্টারনেট অফার পেতে আমাদের ছোট্ট ShopTips24.CoM ওয়েবসাইটটিতে ঘুরে আসার দাওয়াত রইলো।
আজ এই পর্যন্তই। উপভোগ করতে থাকুন গৌরবের মাসে রবি শক্তিশালী ইন্টারনেট অফারটি। দেখা হচ্ছে নতুন কোন আর্টিকেল নিয়ে নতুন কোন পোস্টে সে পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে নিজের যত্ন নিন আজকের পর্যন্তই ধন্যবাদ সবাইকে সম্পন্ন পড়ার জন্য।