Site icon Trickbd.com

বাংলালিংক বন্ধ সিমের ধামাকা ইন্টারনেট ও মিনিট অফারসমূহ যত খুশি তত বার নিন [৬ জিবি ৪৯৳ ও ২ জিবি ১৮৳ সহ ]

হ্যালো ভিউয়ার্স! আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ । আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন। বরাবরের মত আজকেও একটা বাংলালিংক সিমের ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

 

আজকের অফারটি মূলত বাংলালিংক বন্ধ সিমের অফার। তবে আপনার সিমে এই অফারটি প্রযোজ্য কিনা আপনি *১২১*২০০# ডায়াল করে চেক করতে পারবেন।

বাংলালিংক বন্ধ সিমের অফারসমূহ

1. 18 টাকায় 2 জিবি ইন্টারনেট মেয়াদ হবে 7 দিন।

2. 49 টাকায় 6 জিবি ইন্টারনেট মেয়াদ 7 দিন।

3. 10 জিবি ও 250 মিনিট 258 টাকায় মেয়াদ 30 দিন।

4. এছাড়া অসংখ্য ধামাকা অফার পাবেন এসএমএসের মাধ্যমে।

উক্ত সকল অফার আপনি আনলিমিটেড বার নিতে পারবেন।

যারা বাংলালিংক সিমটি গত 1 একমাস যাবত বন্ধ রেখেছেন তারা আশা করি অফারটি পাবেন। সিম চালু করার পরে ধামাকা ধামাকা অফার এর ম্যাসেজ পেতে থাকবেন।

আশা করছি আজকের আর্টিকেল আপনার ভালো লেগেছে। এরকম সকল সিমের ধামাকা অফার এখনি চেক দিতে ভিজিট করুন : সকল সিমের ধামাকা অফার

ধন্যবাদ সম্পুর্ন পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।