Site icon Trickbd.com

নগদ থেকে মোবাইল রিচার্জে ১০০% ক্যাশব্যাক নিয়ে নিন এক্ষুনি। (নির্দিষ্ট কিছু ব্যাবহারীদের জন্য)।

Unnamed

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও খুবই ভালো আছি।

অনেক দিন পর আবার আজকে ট্রিকবিডিতে নতুন পোস্ট নিয়ে আসলাম।

আজকের পোস্টে কি জানাতে চলেছি, আশা করি সেটা পোস্টের টাইটেল দেখেই বুঝে গেছেন৷

তো বন্ধুরা, বেশি কথা না বলে, চলুন আজকের পোস্ট যে

কিভাবে নগদ থেকে মোবাইল রিচার্জ করে ১০০% ক্যাশব্যাক পাবেন??

প্রথমেই বলে রাখি যে আপনার ফোনে যদি নিচের স্ক্রিনশট এর মত একটা মেসেজ আসে, তাহলেই আপনি এই অফারটি আপনি নিতে পারবেন।

যদি এরকম একটা মেসেজ আপনার ফোনে এসে থাকে, তাহলে আপনি মেসেজের নিচের ঐ লিংকে একটা ক্লিক করুন, তারপর আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, আর যদি আপনার নগদ এপটি ইনস্টল করা না থাকে, তাহলে ওখান থেকে
ইনস্টল করে নেবেন।
আর যদি আগে থেকেই ইনস্টল করা থাকে তাহলে ওপেন করুন।
আপনি ইনস্টল করার পর এপে প্রবেশ করেন, তাহলে নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ আসবে,

এখানে আপনি আপনার নিজের ফোন নম্বর দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রিনশট এর মত আরেকটা পেইজ আসবে,

এখানে আপনি আপনার নগদ একাউন্টের পিন দিবেন।
তারপর নিচের পরবর্তী অপশনে ক্লিক করবেন।

তারপর আপনি নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ দেখতে পাবেন।

এখন আপনার ফোনে একটা OTP code আসবে।
সেই কোডটি এখানে দেবেন।

কোডটি দেওয়ার পর নিচের (যাচাই করুন) অপশনে ক্লিক করুন।
যাচাই হয়ে গেলে আপনাকে সরাসরি নগদের মোবাইল রিচার্জ পেইজে নিয়ে যাবে,
আর যাদের আগে থেকেই নগদ এপে লগইন করা, তারা শুধু পিন দিলেই সাথে সাথে মোবাইল রিচার্জ পেইজে নিয়ে যাবে।
★ এরপর মোবাইল রিচার্জ পেইজে আপনার নম্বর
চাইবে, সেখানে আপনার নম্বর দিলে আপনার সিম গ্রামীণ নাকি বাংলালিংক নাকি এয়ারটেল নাকি রবি টেলিটক, সেটা সিলেক্ট করুন। অর্থাৎ আপনার সিমের অপারেটর বেছে নিন।

তারপর আপনি নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ দেখতে পাবেন।
এখানে আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা দিবেন, আর যেহেতু আমাকে
২০ টাকা রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাকের অফার দিয়েছে, তাই আমি এখানে ২০ টাকা বসিয়ে দিচ্ছি।
আপনাদের ২০ টাকার বেশি কিংবা কমও অফার দিতে পারে।
তো যাকে যত টাকার অফার দিয়েছে এখানে তত টাকাই বসিয়ে দেবেন।
তো আমি ২০ টাকা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করলাম।
এভাবে আপনারাও পরবর্তী অপশনে ক্লিক করবেন।

তারপর,

নিচের স্ক্রিনশট এর মত আরেকটা পেইজ দেখতে পাবেন।

এখানে আপনি একদম নিচে যে
ট্যাপ করে ধরে রাখুন অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন।
তারপর দেখুন যে আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে।
তারপর হোমে ফিরে যান অপশনে ক্লিক করে নগদের হোমপেইজে চলে আসুন।

এবং হোমপেইজে ফিরে আসার সাথে সাথেই নিচের স্ক্রিনশট এর মত একটা নোটিফিকেশন দেখতে পাবেন।
এই নোটিফিকেশনে দেখতে পাবেন যে আপনি (..) টাকা ক্যাশব্যাক পেয়েছেন।
আমি ২০ টাকা রিচার্জ করে ২০ টাকাই মানে ১০০% ক্যাশব্যাক পেয়েছি, আপনাকেও যত টাকার অফার দেবে, তত টাকাই ক্যাশব্যাক পাবেন।❣

★★★
তো বন্ধুরা,
আজকের পোস্ট এই পর্যন্তই,
আশা করি সবাই পোস্টটি বুঝতে পেরেছেন ।
যদি পোস্ট টি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে দয়া করে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেবো।
তো আর কথা বাড়াবো না,
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং ট্রিকবিডির সাথেই থাকবেন৷
নমস্কার।