আসসালামু আলাইকুম

Trickbd এর

সকল সদস্যগণ।

কেমন আছেন সবাই।

আশা করি ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদেরকে শেয়ার করব

কিভাবে মাই জিপি এপ্স থেকে

প্যাক কিনে ফ্রিতে হাওয়া সিনেমার দুইটি টিকিট পাবেন

বাংলাদেশের বর্তমান সময়ের

অন্যতম মাস্টারপিস সিনেমা হলো হাওয়া।

যা দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছেন ।

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে

অনেক হলে সিনেমার টিকিটও শেষ হয়ে গিয়েছে।

কিন্তু দেখা গেল আপনি

হাওয়া সিনেমাটি দেখবেন

কিন্তু আপনার কাছে টিকিট নেই ,

তখন আপনি কি করবেন?

চিন্তা নেই আজকের এই ট্রিকটি

দেখলে আপনারা হাওয়া সিনেমার

টিকেট ফ্রিতে পেয়ে যাবেন।

মূলত গ্রামীণফোনের সহযোগিতায়

হাওয়া সিনেমার টিকেটটি

আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন,

এর জন্য আপনার করণীয় হলো

মাই জিপি অ্যাপসে প্রবেশ করে

গ্রামীণফোনের ৭১৯ টাকার প্যাকটি এক্টিভ করবেন

তাহলে আপনি হাওয়া সিনেমার দুটি

টিকেট আপনার জিমেইলে পেয়ে যাবেন।

আপনি প্রথমে মাই জিপি ওপেন করুন

এরপরে আপনি গেট টিকেটে ক্লিক করবেন।

তারপরে আপনি এখানে প্যাক দেখতে পাবেন আপনি এটা কনফার্ম করবেন

যখন আপনার প্যাক কেনা কমপ্লিট হয়ে যাবে

যদি আপনি ভাগ্যবান ৫০ জনের মধ্যে থাকেন

তাহলে আপনার কাছে আপনার জিমেইল চাওয়া হবে

বা আপনাকে ফোন কল এর মাধ্যমে জানানো হবে।

এবং আপনাকে দুইটি ticket ফ্রিতে প্রদান করা হবে।

দেরি না করে সুযোগটিকে লুফে নিন।

প্রতিদিন দুপুর ১২ঃ০০ টা থেকে

রাত দশটা পর্যন্ত সময় এই সময়ের মধ্যে

প্যাকটি কিনে যদি ভাগ্যবান ৫০ জনের মধ্যে

আসতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন

হাওয়া সিনেমার দুইটি টিকেট।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

এবং ট্রিক বিডি এর সাথেই থাকবেন।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

12 thoughts on "মাই জিপি থেকে প্যাক কিনে ফ্রিতে পেয়ে যান হাওয়া সিনেমার দুই টিকেট!!"

  1. Avatar photo MITHU HOSSSAN Contributor says:
    কেউ পাইলে বলিও
  2. Avatar photo Shakib Expert Author says:
    GP Business?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmmm bro,, ? GP এর ব্যাবসায় লাল বাত্তি জ্বলতেছে তাই এমন অফার দিতেছে??
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmm really
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Tnx

Leave a Reply