Site icon Trickbd.com

জিপি সিম হারিয়ে বা নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্ট করুন ঘরে বসেই খুব সহজে

Unnamed



আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা ঘরে বসেই জিপি সিম রিপ্লেসমেন্ট করবেন।
আপনার জিপি সিমটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে রিপ্লেস করার মাধ্যমে খুব সহজে ফিরে পাবেন।
তবে বলতে হচ্ছে ঘরে বসে এ সুবিধাটি এখন শুধু শহরাঞ্চলের দিকে রয়েছে গ্রামে সুবিধাটি পাবেন না বর্তমানে।
সিম রিপ্লেস করতে আপনার ২০০ টাকা খরচ পড়বে যেমনটা গ্রামীণ সার্ভিস সেন্টারে গিয়ে করলেও পড়ে।
তো ঘরে বসে সিম রিপ্লেস করতে মূলত আপনাকে অর্ডার করতে হবে এতে করে গ্রামীণ সিম সার্ভিস প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনার বাসায় এসে কাজটি করে দিবে।
তো কিভাবে অর্ডার করবেন দেখুন।
প্রথমে যেকোনো একটি ব্রাউজারে যান।













এভাবে অর্ডার করার পর প্রতিনিধি আপনার বাসায় এসে আপনার আইডি কার্ড আর ফিঙ্গার নিয়ে সিমটি রিপ্লেস করে দিবে এবং আপনার থেকে ২০০ টাকা নিবে।
অর্ডার করার সর্বোচ্চ ৩ কার্যদিবসের মধ্যে আপনার কাজটি সফল হবে।
আশাকরি বুঝতে পেরেছেন । না বুঝলে আরো তথ্যসংবলিত বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।
Gp Sim Replacement ঘরে বসে | How To Replacement Sim Card | Bd Trick Sh
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

Exit mobile version