আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের পোস্ট।
আমরা সবাই জানি বিদ্যুৎ উৎপাদন করতে যেই মৌলিক উপাদান লাগে তার অধিকাংশই অনবায়নযোগ্য অর্থাৎ তা সীমিত।
আবার জ্বালানি তেল পরিবহন সমস্যার কারনে যদি তেলের দাম ও সংকট এতো বেশি অনুভব আমরা করে থাকি। তাহকে যখন পৃথিবীর নিচের তেল,কয়লা,গ্যাস প্রায় শেষের পথে থাকবে তখন কি হবে?

আমরা আজ দেখতে পাচ্ছি লোডশেডিং এ-র জন্য আমদের বিদ্যালয় এ আরোও একদিন বন্ধ ঘোষণা, অফিস আদালত এ-র কার‍্য ক্ষণ স্বল্পকরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আমাদের দেশের লোডশেডিং কমাতে আসুন আমরা সবাই নিজ নিজ জায়গায় থেকে সোলার প্যানেল ব্যবহার করি, নিজের জন্য যেই মৌলিক বিদ্যুৎ চাহিদা পুরণ করতে যেই টুকু বিদ্যুৎ প্রয়োজন তা এ-ই সোলার প্যানেল ব্যবহার করে আদায় করুন।

নবায়নযোগ্য উৎস থেকে যেসব বিদ্যুৎ উৎপাদন করা জায় সে রকম পরিবেশ, ভুমি বাংলাদেশের মাটিতে নেই।
যেমন বাতাস এ-র মাধ্যমে টারবাইন যন্ত্র ঘুরিয়এ বিদ্যুৎ উৎপাদন।
নদীর স্রোত কে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, যার জন্য উচু পাহাড়ি ঢাল নদীর প্রয়োজন। বাংলাদেশএ এরকম একটা চট্টগ্রামের কাপ্তাই হ্রদ। এরকম জায়গা না থাকায় বাংলাদেশের আর কোনও জায়গায় ওরকম বিদ্যুৎ উৎপাদন ক্রেন্দ আর নেই।

আবার চায়নাতে বানিজ্যিক ভাবে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।pickedআমাদের দেশে তো তেমন একটা জায়গা জমি সেরকম নাই। picked

আবার টাকা পয়সাও নাই pickedতাই স্ব স্ব স্থান থেকে সোলার প্যানেল ব্যবহার করা আমাদের জন্য কল্যাণ হবে,যেহেতু দেশে লোডশেডিং হচ্ছে।picked

তাই আজকে ই কিনে আনুন আপনা   র ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা পুরণকারি সোলার প্যানেল।

আবার একটা সমস্যা আছে যেটা হলো যখন কোন কিছু যখন সব মানুশ কিনতে যায় তখন সেটার মূল্য আকাশ কে চুম্বন করে, যার অর্থাত এ-র মূল্য বহূগুন বেড়ে যায়।এ-র অবশ্য একটা যৌগিক কারনও আছে বটে।
আরোও পড়ুনআসুন দেশের সামাজিক পরিবেশ নিয়ন্ত্রণে রাখি

17 thoughts on "আসুন লোডশেডিং রোধে Solar Panelপানেল ব্যবহার করি।"

  1. Avatar photo MiSiR ALi ✪ Contributor says:
    ১ পোস্ট কয়বার করলেন দাদু
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    পোস্ট এত বেশি করা কেনো
    1. Safiul islam Author Post Creator says:
      Mobile disturbe,,,
  3. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    একই পোস্ট এত বার কেন?
  4. mrfarhanisrak Levi Author says:
    পোস্ট তো দেখি ৪ বার হয়ে গেছে।
    1. Safiul islam Author Post Creator says:
      Mobile disturb
    2. mrfarhanisrak Levi Author says:
      আচ্ছা।
  5. Avatar photo SR Shoruv Author says:
    কী পোস্ট করলেন কিছুই বুঝলাম না। এইটা তো সিংগেল একটা মেসেজের মতো হয়ে গেলো।
  6. Avatar photo Najmul Islam Author says:
    পোষ্ট করে হারিয়ে গেছেন,, এক পোষ্ট ৪ বার ??
  7. Avatar photo jibon roy Author says:
    অনেক বড় উপকার করলেন?
  8. Avatar photo Rakib Author says:
    Dada koi gelen
  9. Avatar photo Atikul Islam Contributor says:
    এই পোস্টের জন্য প্রস্তুত ছিলাম না ?
    1. Safiul islam Author Post Creator says:
      কেন ভাই
    1. Avatar photo Atikul Islam Contributor says:
      এই পোস্টে অল্প খরচে চলার মত সোলার সিস্টেমের তথ্য আশা করেছিলাম।
  10. Avatar photo Shanto Khan Contributor says:
    Thanks vai apni na bolle jantam e nah bishoy ta ?

Leave a Reply