Be a Trainer! Share your knowledge.
Home » Operator News » নগদে মোবাইল রিচার্জ করে প্রতি মাসে নিয়ে নিন ১০০০ টাকা পর্যন্ত ক্যশরিওয়ার্ড।?? (শর্ত প্রযোজ্য)

নগদে মোবাইল রিচার্জ করে প্রতি মাসে নিয়ে নিন ১০০০ টাকা পর্যন্ত ক্যশরিওয়ার্ড।?? (শর্ত প্রযোজ্য)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান রব্বুল আ’লামিনের রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। বেশ কয়েক দিন পরে আমি আপনাদের সাথে আরেকটা নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আশাকরি আর্টিকেলটি আপনাদের উপকারেই আসবে। তো শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমার এই লেখায় যদি কোন জায়গায় ভুল যায় তবে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পারলে আমাকে কমেন্টে ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে কেউ যেন খারাপ মন্তব্য করবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক। আর্টাকেলটির টাইটেল আর থামনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি?


আজকে আমি আপনাদের সাথে একটি অফার নিয়ে আলোচনা করবো। অফারটি আপনারা হয়তো আর্টিকেলের টাইটেল এবং থামনেল দেখে একটা ধারণা পেয়ে গেছেন। এখন আমি আপনাদের এই অফারের বিস্তারিত বলবো।
নগদ একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। এটি ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান। নগদ সব সময় তাদের গ্রাহকদের নানা রকম অফার দিয়ে থাকে। এরকম ই একটি অফার হলো মোবাইল রিচার্জ অফার। এখন নগদের প্রতিটি নতুন পূর্ণ প্রোফাইল সম্পন্ন গ্রাহকই পাবেন।

প্রতিটি নতুন গ্রাহক অ্যাকাউন্ট খোলার প্রথম মাসে যেকোনো অপারেটরে যেকোনো পরিমাণ মোবাইল রিচার্জে পাবেন ২০ শতাংশ ক্যাশব্যাক। তবে ৩০০ টাকার বেশি পাবেন না। প্রতি মাসে যতবার খুশি ততবার পাবেন। তবে ১০০০ টাকার বেশি পাবেন না।

আবার একই ভাবে দ্বিতিয় মাসেও একই অফার। যেকোনো অপারেটরে যেকোনো পরিমণ রিচার্জের ওপরে পাবেন ২০ শতাংশ ক্যাশব্যাক। তবে পাবেন সর্বোচ্চ ৩০০ টাকা। মাসে যতবার খুশি ততবার। তবে ১০০০ টাকার বেশি ক্যাশব্যাক পাবেন না।

এবার তৃতীয় মাসেও নগদের একজন নতুন গ্রাহক যেকোনো অপারেটরে যেকোনো পরিমাণ রিচার্জের ওপরে পাবেন ক্যাশব্যাক। এবারও পাবেন ২০ শতাংশ ক্যাশব্যাক। তবে এইবার আর সর্বোচ্চ ৩০০ টাকা নয়। এইবার একবার রিচার্জে পাবেন সর্বোচ্চ ৪০০ টাকা। আগের দুই মাসের মতনই এই মাসেও পাবেন সর্বোচ্চ ১০০০ টাকা।

অফারের মেয়াদ:

অফারটি ৩ অক্টোবার ২০২২ তারিখ থেকে শুরু হয়েছে। চলবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। শর্ত পূরণকারী প্রতিটি গ্রাহক পরবর্তী ১ কার্যদিবসের মধ্যে রিওয়ার্ডটি তাদের নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যদি কোন গ্রাহক শর্ত পূরণ করার পরও রিওয়ার্ডটি না পায়। তাহলে যোগাযোগ করুন ১৬১৬৭ নাম্বারে।

নগদের চিফ কমার্সিয়াল অফিসার এই প্রসঙ্গে বলেন। আমরা সবসময় গ্রাহকদের মনের ভাব বোঝার চেষ্টা করি। তাই এই সংকট কালীন সময়ে গ্রাহকদের যাতে একটু অর্থনৈতিক ভাবে উপকারে আসতে পারি তার জন্যই আমাদের এই অফারটি চালু করা। আর এই দুর্যোগের সময় কোন গ্রাহকের যেন যোগাযোগে কোন সমস্যা না হয় তাই আমাদের এই প্রচেষ্টা।

তো বন্ধু আশাকরি আপনাদের কাছে এই আর্টিকেলটি ভালো লেগেছে। আর এটি আশা করছি আপনাদের উপকারেও আসবে। যদি আপনাদের আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আশা করছি। আর একটা সুন্দর কমেন্ট করে আমাকে এমন আরো আর্টিকেল লেখার জন্য উৎসাহিত করুন। (ধন্যবাদ।)

আর বন্ধুরা আমার একটা প্রশ্ন উত্তর সাইট আছে।যেটির নামEquationbd যেটিতে আপনার অজানা কোন প্রশ্ন করতে পারেনEquation তে। আর আপনার যদি ওখানের কোন উত্তর জানা থাকে তাহলে উত্তরও দিতে পারেন। তাই এখনই ভিজিট করুণ Equationbd তে ধন্যবাদ।

2 years ago (Oct 05, 2022)

About Author (38)

MD Tamim Ahmed
contributor

Trickbd Official Telegram

26 responses to “নগদে মোবাইল রিচার্জ করে প্রতি মাসে নিয়ে নিন ১০০০ টাকা পর্যন্ত ক্যশরিওয়ার্ড।?? (শর্ত প্রযোজ্য)”

  1. AMIT✪ Author says:

    Taile To Valoi, ami ajkai akta new account kore Recharge korbo

  2. MD Musabbir Kabir Ovi Author says:

    Post এর সাথে কোনো স্ক্রিনশট অ্যাড করেন নী কেনো?

    দেখে খুব একটা ভালো লাগছে না। স্ক্রিনশট অ্যাড

    করতে হতো

  3. MD Shimul Mondol Contributor says:

    Old account a offer thakle better hoto

  4. Najmul Nazu Author says:

    পার্সোনাল লিংক শেয়ার করতে বলসে হাইয়েস্ট ২টা আর আপনি করসেন ৫টা। কী ব্যাপার স্যাপার ভাই, ?

  5. Rubel Mini Contributor says:

    Asob tik ace kintu manus bkash a besi like kore?

    • MD Zakaria Contributor says:

      তাদের কাস্টমার সার্ভিস খুবই ভালো, তাই অন্যদের তুলনায় বিকাশ বেস্ট

  6. Aubdulla Al Muhit Contributor says:

    অ্যাপ দিয়ে রিচাজ করতে হবে নাকি ডায়াল করে রিচাজ করলেই হবে ।

  7. Nishat Contributor says:

    Vai old account e hobe?

  8. MD Zakaria Contributor says:

    নগদে লেনদেনাস কাল আমার নিরাপদ মনে হয় না

  9. MD Zakaria Contributor says:

    ভাই বেশি অফার ভালো না, শুধু অফার দেখিয়ে কোন কিছু বিচার করা উচিত না, বিকাশের সার্ভিস নগদের তুলনায় অনেক ভালো,

  10. Xein Ahmed Author says:

    নগদ আছে, কিন্তু রিওয়ার্ড কপালে নাই?

  11. Webmastar Subscriber says:

    এইটা কোনো ফেক অথবা মজা না ১০০% গেরান্টি দিয়ে বলতে পারি 1 জিবি MB ফ্রি
    প্রথমে MyBL apps এ প্রবেশ করুন, তারপর একটু নিচে গেলে *Refer now* এর মধ্যে প্রবেশ করুন, এরপর একটা খালি বক্স পাবেন এখানে 74243EA6 কোড দিয়ে Redeem এ ক্লিক করলেই 1জিবি পাবেন ফ্রি…? যাদের বাংলালিংক সিম আসে তারা একবার করেই দেখেন

  12. Ashraful Author says:

    Valo. But account nai

Leave a Reply

Switch To Desktop Version