আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বাংলাদেশের সমসাময়িকভাবে অনেক দিন ধরে প্রভাবশালী একটি মোবাইল সিম অপারেটর হলো গ্রামীণফোন।

তাদের ভালো নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা ভালো এই জন্য শহর থেকে গ্রাম এলাকা পর্যন্ত তাদের আধিপত্য বিরাজ করছে আজ পর্যন্ত।

আমরা জানি গ্রামীণফোন এর সব নেটওয়ার্ক ব্যাবস্থা ভালো এই জন্য তাদের গ্রাহক সংখ্যা অন্যান্য অপারেটর থেকে বেশি। এই জন্য তারা অন্য সকল অপারেটর থেকে চার্জ কেটে থাকে বেশি।

যার জন্য কথা বলা বা ইন্টারনেট ব্যালেন্স কিনা সকলের সাধ্যের মধ্যে থাকে না, এই জন্য গ্রামীণফোন এর গ্রাহকগণ অন্য সকল অপারেটর দের দিকে আগ্রহ দিচ্ছে।

এই জন্য গ্রামীণফোন তার গ্রাহকদের ধরে রাখার জন্য নতুন অফার দিয়েছে তা হলো, কোনো গ্রাহক যদি সারাদিনে প্রথম ২মিনিট যদি ফোনে কথা বলেন তাহলে সেই গ্রাহক সারাদিন এর জন্য ৪৮ পয়সা প্রতি মিনিট কলরেট পাবেন।

যা, গ্রাহকদের জন্য অনেক সাস্রয় হবে। এবং কম টাকায় অনেকক্ষণ একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। এই কলরেট সকল সিম অপারেটর এর জন্য প্রযোজ্য ।

যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন ৪৮ পয়সা প্রতি মিনিট কলরেট অনুযায়ী।

এই দেখুন আমি ২ মিনিট এর মত কথা বলেছি তাই ৪৮ পয়সা কলরেট পেয়েছি। এইভাবে চাইলে আপনারাও পাবেন এই ৪৮ পয়সা কলরেট।

তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

11 thoughts on "জিপি ইউজারগণ কম টাকায় সব সময় যেভাবে কথা বলবেন জেনে নিন!!"

    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ
  1. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    এটা কোনো পোস্ট হলো ভাই? এই মেসেজ তো গ্রামীণফোন সব মোবাইল এই ব্রডকাস্ট করবে। এটা নিয়েও পোস্ট লিখতে হয়? আপনারা পারেন ও।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ভাই এটা শুধু মাত্র সবাইকে জানানোর জন্য পোস্ট করেছি, অনেকে আছে ফোনে এসএমএস চেক করেন না। কিন্তু অনলাইনে কোনো নিউজ আসলে সেটা দেখে।
  2. Avatar photo Trickbd Support Moderator says:
    ওই ২ মিনিটেই ২.৫ টাকা থেকে ৩.৭৫ টাকা কেটে নিবে।
    1. Avatar photo Unlimited Fun Author says:
      জি ভাই এটা ঠিক বলছেন।
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি ভাই এটাই তো ওদের বিজনেস ট্রিক
    3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি মডারেটর ভাই
    4. xinli Contributor says:
      বিরক্তকর একজন অথর, প্রতিটি পোস্টে হুদাই কমেন্ট করে………. রিপোর্ট/ ব্লক করার অপশন আছে কি ?
  3. Avatar photo Unlimited Fun Author says:
    ভালোই তবে পোষ্টি ছোট মনে হচ্ছে।

Leave a Reply