সবার প্রথমে সবাইকে সালাম জানাই। আশা এবং দোয়া করি সবাই ভাল আছেন এবং থাকবেন।
Trickbd.comসাথে দীর্ঘদিনের পথ চলার সময় অনেক উপকৃত হয়েছি অনেকের কাছ থেকে।
সবাইকে সে জন্য ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই বিভিন্ন ভাবে অনলাইনে আয় করেন। আয়ের টাকা তোলার জন্য অনেকেই পেওনিয়র মাস্টারকার্ড ব্যবহার করেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে পেওনিয়র কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তুলতে হয়।
টাকা উত্তোলনের জন্য আমি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের কথাই বলব। কারন ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার চেষ্টা করেও সফল হইনি। ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে নাকি শুক্রবার ব্র্যাক ব্যাংক ছাড়া অন্য কোন কার্ডের টাকা তোলা যায় না।
তো আসুন দেখি কিভাবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে পেওনিয়র কার্ড ব্যবহার করে টাকা তুলবো। প্রথমেই কার্ডটি এটিএম মেশিনের নির্দিষ্ট স্থানে প্রবেশ করান। তারপর পিন নম্বর দিন, তারপর ইন্টার চাপুন।
এখন তিনটি অপশন আসবে 1.Savings, 2.Current, 3.Credit
২ নং অপশনটি নির্বাচন করতে হবে। তারপর আপনি কত টাকা তুলতে চান সে অ্যমাউন্ট দিন। ট্রানজেকশন কপির জন্য YES চাপুন।
ব্যাস আপনার কাজ শেষ কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা চলে আসবে।
MY siteTIPTRICKBD.TK