গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতীমালা অনুযায়ী আপনাকে আপনার মোবাইল সিমের বৈধতা নির্ধারনে সিম নিবন্ধন করতে হবে। অনিবনন্ধিত সিম দেশ ও জাতীর জন্য

বিপজ্জনক। ঝামেলা এড়াতে এখুনি রেজিষ্ট্রেশন করুন।

এই অ্যাপটি ব্যবহার করে আপনি ঝামেলামুক্ত ভাবে ঘরে বসেই আপনার সিম রেজিষ্ট্রেশন করতেপারবেন। ব্যবহারকারীর বিশেষ সুবিধার্থে অ্যাপটিতে যোগ করা হয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যাতে করে অনায়াসে আপনি আপনার
প্রদানকৃত পরিচয়পত্র নম্বরটি মিলিয়ে নিতে পারেন। প্রচলিত সমধর্মী যে কোন অ্যাপ থেকে এটি সম্পুর্ন ভিন্ন।
প্রক্রিয়াটি সম্পুর্ন বিন্যামুল্যে এবং বিনা ইন্টারনেটে সম্পন্ন হবে।
গ্রামীনফোন, বাংলালিংক, টেলিটক, রবি অথবা এয়ারটেল সিম রেজিষ্ট্রেশন করতে আপনি অ্যাপটি ইন্সটল করে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে আপনার সিমের বৈধতা নিশ্চিত করুন।

দেখে নেই কিছু স্ক্রিনশটঃ

অ্যাপ ডাউনলোড লিঙ্কঃ

Sim Registration Bangladesh.apk

ভাল থাকুন,সুস্থ থাকুন আর সবসময় প্রযুক্তির সাথেই থাকুন।

3 thoughts on "আপনার ব্যাবহৃত সিম কার্ড যেভাবে রেজিষ্টেশন করবেন।"

  1. Sahariar Contributor says:
    বন্ধুরা তোমরা কেউ কি #Text_Me এন্ড #Top_Topup ইউস করো???? যদি করে থাকো থাহলে কমেন্ট এ যানাও খুব দরকার!! প্লিজ?!!
  2. TrickBD Pr says:
    “এর পর থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক দেওয়ার চেষ্টা করবেন”
    “ধন্যবাদ”

Leave a Reply