Be a Trainer! Share your knowledge.
Home » Pdf books » সম্মোহনের A to Z বই PDF Download | এবং ১৫+ সেরা পুরাতন কবিরাজি / তন্ত্র মন্ত্রের pdf

সম্মোহনের A to Z বই PDF Download | এবং ১৫+ সেরা পুরাতন কবিরাজি / তন্ত্র মন্ত্রের pdf

একজন তান্ত্রিক বা কবিরাজ হওয়ার জন্য যাদের অনেক আগ্রহ রয়েছে তাদের জন্য সম্মোহনের এ টু জেড pdf বইটি খুবই দরকারী যা আপনি আমার এই পোস্টটি পড়ে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও তন্ত্র মন্ত্রের বা কবিরাজি ১৫ টির অধিক পিডিএফ বই ডাউনলোড করে নিতে পারবেন।

সম্মোহনের A to Z বই রিভিউঃ

আমি পোস্টের শুরুতেই একটু ঈঙ্গিত দিয়ে বলেছি আপনার মনে পড়ছে কিনা জানিনা তবে আবার শুনুন আপনি যদি একজন কবিরাজ হতে চান বা তান্ত্রিক হতে চান অথবা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে চান তাহলে লেখক প্রবীর ঘোষ এর এই বইটি পড়বেন অবশ্যই।

আপনি বইটির হার্ডকপি ক্রয় করার সামার্থবান হলে যেকোনো বইয়ের লাইব্রেরি থেকে নিতে পারেন অথবা অনলাইন বইয়ের লাইব্রেরি সাইট থেকে ও নিতে পারেন।

সম্মোহন নিয়ে অনেক সুনাম রয়েছে, সম্মোহনের মাধ্যমে কি না করা যায় ঘড়ির সময় আটকে রাখা থেকে জীব জানোয়ার দিয়ে ও যেকোনো কাজ করিয়ে নেওয়া যায়, যেকোনো প্রকারের রোগের চিকিৎসা করা যায় এমনকি অতীতে ও ঘুরে আসা সম্ভব।

এতো এতো রহস্যে ভরপুর রয়েছে সম্মোহন নিয়ে আসলে এর ভিতরে কতটুকু সত্যি মিথ্যা তা তো আপনি তখনই জানতে পারবেন যখন আপনার এ সম্পর্কে সম্পুর্ণভাবে জ্ঞান থাকবে। যাহোক বইটি সকলেই পড়বেন আশাকরি প্রতিটি ব্যাক্তির কাছে ভালো লাগবে এবং অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে ও পারবেন।

বইটির সূচিপত্রের ছবি দেখে নিনঃ


বইটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিনঃ
বইয়ের নামঃ সম্মোহনেরএ টু জেড
লেখকের নামঃ প্রবীর ঘোষ
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬১ টি
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২০১২ ইং
ক্যাটেগরিঃ তন্ত্র মন্ত্রের বই
পিডিএফ সাইজঃ ৭ মেগাবাইট
ভাষাঃ বাংলা

সম্মোহনের এ টু জেড বই PDF Download

Download Now

আমার জানামতে সম্মোহন বিদ্যা শেখার জন্যে এখন প্রযন্ত এর চেয়ে ভালো কোনো pdf বই আমি খুজেঁ পাইনি। সুতরাং আপনি চোখ বুজে এই বইটির হার্ডকপি সংগ্রহ করে নিন আশাকরি টাকাটা আপনার লস হবেনা। এবং এ বিষয় শেখার জন্য লেটেস্ট বইয়ের তালিকায় এটিই রয়েছে।

বইটি ডাউনলোড করতে কোনোরকম সমস্যায় পড়লে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি দ্রুত সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো।

এরকম আরো হাজার হাজার PDF বই Download করার জন্য ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.puretrick99.com
11 months ago (Feb 03, 2024)

About Author (244)

স্বপ্ন
author

আমার ওয়েবসাইটটি ঘুরে আসার আমন্ত্রণ রইলো, এখানে প্রবেশ করলে হাজারো টিপস এন্ড ট্রিকস ও PDF পাবেনwww.trendbnow.com

Trickbd Official Telegram

16 responses to “সম্মোহনের A to Z বই PDF Download | এবং ১৫+ সেরা পুরাতন কবিরাজি / তন্ত্র মন্ত্রের pdf”

  1. Mohammad Contributor says:

    এসব কুফরী তন্ত্র-মন্ত্র শেয়ার না করার অনুরোধ করছি। এমনিতে বাংলাদেশে ব্ল্যাক ম্যাজিক বেড়ে গেছে।।

  2. Sharif Contributor says:

    এসব যে করে তার ও অনেক ক্ষতি হয়। তাছাড়া এগুলো কুফরী। তাই শেয়ার না করার অনুরোধ রইল।।

  3. Antor Kabir Contributor says:

    Trickbd te eisob post approved hoy kmne…admin vayera koi?

    • স্বপ্ন Author Post Creator says:

      আপনি যেভাবে বলতেছেন তাতে মনে হয় আমি পর্ন বা আরো খারাপ কিছু নিয়ে পোস্ট করেছি। আরে ভাই সম্মোহন বিদ্যা কোনো খারাপ জিনিস নয়। অনেক আগে থেকেই চিকিৎসকরা এটিকে কাজে লাগিয়ে প্রোপার চিকিৎসা করতে সম্পুর্ন হয়।
      উহু তন্ত্র মন্ত্রের বইতে আপত্তি? আমিতো বলেছি আগের মানে উপরের কমেন্ট যে ঠিকআছে আর দিবোনা এসব বই। তারপরও আপনাদের কারো যদি আপত্তি থাকে তাহলে রিপোর্ট করুন, এভাবে কমেন্টে বাজে না বলে। ট্রিকবিডি মডেরেটর ভাইরা প্রতিদিনই ম্যানুয়ালি চেক করে প্রতিটি পোস্ট সুতরাং এমন কমেন্ট করবেননা যাতে অথরদের নতুন পোস্ট লিখতে নিরউৎসাহিত হয়।

  4. Mr.? Contributor says:

    William Cooper er “dark psychology and manipulation ” boi ta hobe Vai?

  5. TrickBD Support Moderator says:

    মানসম্মত পোস্ট করুন। নিয়মিতভাবে প্রমোশনের লক্ষ্যে পোস্ট করতে দেখা যাচ্ছে।

    • স্বপ্ন Author Post Creator says:

      প্রমোশনের জন্য ৩ টি লিংক দেওয়া যাবে রুলসে তো রয়েছে ভাই।

    • স্বপ্ন Author Post Creator says:

      রিসেন্টলি করা ব্লগার টেমপ্লেট নিয়ে ওটা আদ্যৌ কি প্রমোশনের উদ্যেশ্যে ছিলো? এবং আনপাবলিশ করে দিয়েছেন কেন?

Leave a Reply

Switch To Desktop Version