Site icon Trickbd.com

যেকোনো ইংরেজি পিডিএফ এর অডিওবুক শুনুন খুব সহজেই

Unnamed

আশা করি সবায় ভালো আছেন।

আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আপনার কাছে থাকা যেকোনো ইংরেজি  পিডিএফ বইয়ের  অডিওবুক শুনুন নিজেই।

বর্তমানে ক্যারিয়ার কিংবা স্কিল কিংবা বিনোদন ,অনেক কিছুর জন্যই আমরা বই পড়ে থাকি।তবে প্রতিদিনের ব্যস্ততার মাঝে বই পড়ার জন্য সময় বের করা অনেক টাই কঠিন হয়ে দাঁড়ায় আমাদের জন্য।

এর জন্য ভালো বিকল্প হয়ে দাঁড়ায় অডিও বুক। একে তো রিডিং পড়া লাগছে না যার ফলে আপনি রাস্তা ঘাট বাস যেখানেই থাকুন আজে লাগাতে পারবেন আপনার মূল্যবান সময়। এখন আমরা দেখব কিভাবে শুনতে পারবেন অডিওবুক,সাথে নিজেই স্পিড কন্ট্রোল করতে পারবেন।

তো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে

NaturalReader – Text to Speech

এ্যাপ ডাউনলোড করতে হবে।

 

https://play.google.com/store/apps/details?id=com.naturalsoft.personalweb&pcampaignid=web_share

 

 

এবার এ্যাপটি ওপেন করে আপনার পিডিএফ টি ওপেন করুন

এরপর আপনি যেখান থেকে অডিওবুক শুনতে এক্সান সেখান থেকে সিলেক্ট করে অডিওবুক অপশন থেকে প্লে করে দিন।

 

 

অনেক গুলো ভয়েজেই শুনতে পারবেন আপনার পিডিএফ টী,আপনার পছন্দ মত ভয়েজ সিলেক্ট করুন।আমার পার্সোনাল ভয়েজ পছন্দ  Devis AI

 

এবার শুনতে থাকুন আপনার অডিওবুক টী।

তবে এখন আপনার যদি মনে হয় যে আপনি আপনার বইয়ের পিডিএফ টা কোথায় পাবেন ্‌তাহলে পরবর্তী পোস্ট টী পড়ুন।সেখানে দেখানো হয়েছে কিভাবে আপনি চাইলেই প্রায় সাড়ে ৭ কোটি বই,ম্যানুয়াল এর বিশাল এক কালেকশন ।