Site icon Trickbd.com

ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য দারুন একটি বই, সহজেই দক্ষ হয়ে উঠুন ওয়ার্ডপ্রেস বিষয়ে

Unnamed

প্রিয় ট্রিকবিডির বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আজ আমি ওয়ার্ডপ্রেস বিষয়ে একটি বই নিয়ে এসেছি যা আপনাকে একজন দক্ষ ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী গড়ে তুলবে


বইটি থেকে আপনারা যা যা জানতে পারবেন

১. ওয়ার্ডপ্রেস কী?

২. ওয়ার্ডপ্রেস এর ইতিহাস

৩. লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেট করা

৪. সফটাক্লাউট দিয়ে ওয়ার্ডপ্রেস সেট করা

৫. ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরির মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেট করা

৬. এড,মিন প্যানেল পরিচিতি

৭. প্রাথমিক সেটিংসসমূহ

৮. প্রোফাইল আপেডট

৯. পোষ্ট আপেডট

১০. পেজ আপেডট

১১.বিভাগ পরিচালনা

১২. মন্তব্য পরিচালনা

১৩. ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগিন কি?

১৪. থিম পরিচালনা ও ইনস্টল

১৫. প্লাগিন পরিচালনা ও ইনস্টল

তো বন্ধুরা বুঝতেই পারছেন , অনেক কিছু শেখার আছে । বই মানুষের প্রিয় বন্ধু, তাই বই থেকেই শিখে নিতে পারেন ওয়ার্ডপ্রেস এর প্রাথমিক ধারনা ।
আজকাল আবার অনেকেই ওয়ার্ডপ্রেস শিখে আউটসোর্সিংও করছেন । অনেক আউটসোর্সিং সাইটে ওয়ার্ডপ্রেস শিখে কাজেও নামনে পারেন ।

তো বন্ধুরা বইটি ডাউনলোট করুন এখান থেকে

সরাসরি ডাউনলোড লিংক দিলাম যেন আমার ট্রিকবিডির বন্ধুদের সমস্যা না হয় ।

বন্ধুরা আজ এই খানেই শেষ করছি, সবাই ভালো থাকুন ,
আর বন্ধুরা রাস্তাঘাট দেখে নিরাপদ ভাবে যাতায়াত করবেন । ভালো ভালো ট্রিক পেতে অবশ্যই বাংলাদেশের শ্রেষ্ট সাইট ট্রিকবিডির সাথেই থাকবেন ।