Site icon Trickbd.com

ডাওনলোড করে নিন হুমায়ন আহমেদের সেই বইটি “আমিই মিসির আলী”

Unnamed

সবাই কেমন আছেন। আশা করি আল্লহর রহমতে ভাল আছেন। আজ আপনাদেরকে দেব আমার প্রিয় একজন লেখক হুয়ায়ূন আহমেদ এর লেখা একটি বই আমিই মিসির আলি

আমিই মিসির আলি , বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন
আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্র। মিসির
আলী কাহিনীগুলো রহস্যমাত্রিক। মিসির আলির
কাহিনীগুলো ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা
‘ক্রাইম ফিকশন’ বা ‘থ্রিলার’-এর মতো খুনি-পুলিশের
ধাওয়া-পাল্টা-ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর
এবং প্রচন্ড যুক্তিনির্ভর কাহিনীর বুনটে বাঁধা। বরং
অনেক ক্ষেত্রে একে রহস্যগল্প বলা চলে।
চারিত্রিক দিক দিয়ে মিসির আলি চরিত্রটি হুমায়ূন
আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রটির

পুরোপুরি বিপরীত। তরুণ হিমু চলে প্রতি-যুক্তির
(anti-logic) তাড়নায় ; অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ
মিসির আলি অনুসরণ করেন বিশুদ্ধ যুক্তি (pure
logic)। এই যুক্তিই মিসির আলিকে রহস্যময়
জগতের প্রকৃত স্বরূপ উদঘাটনে সাহায্য করে।
সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলি
সম্পর্কিত প্রতিটি উপন্যাসে।

চরিত্র রূপায়ন

ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ মিসির আলি চরিত্রটির ধারণা
প্রথম পেয়ে যান যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার
ফার্গো শহরে, স্ত্রীর সাথে গাড়িতে
ভ্রমণের সময়। চরিত্রটির ধারণা মাথায় চলে
এলেও তিনি মিসির আলি চরিত্রের প্রথম উপন্যাস
“দেবী” লিখেন এই ঘটনার অনেকদিন পর।

মিসির আলি এমন একজন মানুষ, যিনি দেখার চেষ্টা করেন চোখ বন্ধ করে। যে পৃথিবীতে চোখ খুলেই কেউ দেখে না, সেখানে চোখ বন্ধ করে দেখার এক আশ্চর্য
ফলবতী চেষ্টা।

PDF টি এখান থেকে ডাওনলোড করে নিন

আশা করি আল্লহর রহমতে ভাল থাকবেন। এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত পোস্ট কাঠামো শেষ করলাম। ধন্যবাদ।

Exit mobile version