আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি পিডিয়েফ বাংলা গল্পের বই নিয়ে। আশা করি ভাল লাগবে।।
বইটি জাফর ইকবাল স্যারের বইগুলির মধ্যে অন্যতম সেরা বই। বইটিতে তপু নামের একজন অস্টম শ্রেণীরর পড়ুয়া ছেলের জীবনের কথা বলা হয়েছে।সে পঞ্চম শ্রেণিতে থাকতে তার জন্মদিনে ক্রিকেট ব্যাট কেনার বায়না করলে তার বাবা তাকে নিয়ে বাজারে যায় ব্যাট কিনতে। ফেরার সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তার বাবাকে ধাক্কা দেয় ফলে তার বাবা মারা যায়।এখন তার মা মনে করেন যে তার বাবা মরার পিছনে তপু দায়ি ফলে তাকে দেখলেই ক্ষেপে যান এবং তাকে মারধর করেন।এভাবে তার দিন কাটে।স্কুলে সে আগে ভালো ছাত্র ছিল।এখন তার মা তার খেয়াল করে না বই কেনার টাকা দেয় না তাই খারাপ রেজাল্ট করে।কিন্তু সে গনিতে অনেক ভালো এ কথা স্কুলে নতুন আসা একজন মেয়ে বুঝে তারপর থেকে তার জীবন পাল্টে যায়।কিভাবে পাল্টে যায় তার জীবন জানতে বইটি পড়ুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুনআমি তপু
আজ এই পর্যন্ত। ভালো লাগলে আপনাদের সামনে আর বই নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকুন। সুস্থ থাকুন।