Site icon Trickbd.com

[PDF REVIEW] এইচ.জি.ওয়েলস এর অসাধারণ একটি কিশোর ক্লাসিক বই “অদৃশ্য মানব”। বইপ্রেমীদের অবশ্যই ভালো লাগবে।

Unnamed

কেমন আছেন বন্ধুরা ? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছেন । আমিও ভালোই আছি । আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসম্ভব কল্পকথার অসাধারণ রোমাঞ্চকর কিশোর ক্লাসিক একটি গল্পের বই । এই বইটি আপনাদের ভালো লাগতে বাধ্য ।


বিস্তারিত তথ্য

বইয়ের নাম অদৃশ্য মানব
লেখক এইচ.জি.ওয়েলস
অনুবাদক আসাদুজ্জামান
প্রথম প্রকাশ মার্চ,১৯৮৪
প্রকাশনী সেবা প্রকাশনী
সাইজ ৬.৪৪ মেগাবাইট
পৃষ্ঠা সংখ্যা ২৬৫ পৃষ্ঠা

সাসেক্সের শান্ত নিরিবিলি গ্রাম আইপিংয়ে হঠাৎ কোত্থেকে উদয় হল অদ্ভুত দর্শন এক অতিথি । কনকনে বাতাস আর তুষারের ব্যাপক মাতামাতির মধ্যেই রেলওয়ে ষ্টেশনের ঢালু পথ ধরে নেমে আসে লোকটি । পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দেহ কাপড়ে মোড়া । শুধুমাত্র নাকের চকচকে ডগা ছাড়া লোকটির সম্পূর্ণ মুখ ঢাকা । “কোচ এন্ড হর্সেস” সরাইখানায় দর কষাকষি ছাড়াই আশ্রয় নিল সে । বের হয় না খুব একটা । তার ঘর থেকে ওষুধের শিশির ঠুংঠাং আর গোঙানির আওয়াজ পাওয়া যায় প্রায়ই । সরাইখানার বদ্ধ পারলারে সারাদিন কি নিয়ে মগ্ন থাকে সে ???

মি. বানটিং এর বাড়িতে চুর ঢুকে । কিন্তু কে চোর , দেখা যায় না কাউকে । টাকা-পয়সা আপনা-আপনি শূণ্যে ভেসে চলে যায় , যেন হাত পা গজিয়ে গেছে । কি হচ্ছে আইপিং-এ ??? চারিদিকে জল্পনা কল্পনা , চাপা উত্তেজনা । তারপর একদিন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লো ত্রাস , মহা আতঙ্ক । ধীরে ধীরে উন্মোচিত হলো অত্যাশ্চর্য চমকপ্রদ এক কাহিনী । মানুষ জানতে পারলো “অদৃশ্য মানব” এর কথা । অসীম তার শক্তি, অনেক তার ক্ষমতা । সে তার ইচ্ছামত যা খুশি করে বেড়ায়। তাকে ধরার কোনো উপায় নেই । সে অদৃশ্য।

সে কাহিনী যেমন বিচিত্র, তেমনই করুণ । পাঠকদের হাতে নিশ্চিন্তে তুলে দেয়ার মত ক্লাসিক । অসংক্ষেপিত, আসাদুজ্জামানের দক্ষ হাতের চমৎকার ঝরঝরে সার্থক অনুবাদ । দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন অসাধারণ কিশোর ক্লাসিক এই বইটি ।

পোষ্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন এবং TrickBD এর সঙ্গেই থাকুন।