কেমন আছেন বন্ধুরা ? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছেন । আমিও ভালোই আছি । আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসম্ভব কল্পকথার অসাধারণ রোমাঞ্চকর কিশোর ক্লাসিক একটি গল্পের বই । এই বইটি আপনাদের ভালো লাগতে বাধ্য । |
বিস্তারিত তথ্য |
বইয়ের নাম | অদৃশ্য মানব |
লেখক | এইচ.জি.ওয়েলস |
অনুবাদক | আসাদুজ্জামান |
প্রথম প্রকাশ | মার্চ,১৯৮৪ |
প্রকাশনী | সেবা প্রকাশনী |
সাইজ | ৬.৪৪ মেগাবাইট |
পৃষ্ঠা সংখ্যা | ২৬৫ পৃষ্ঠা |
সাসেক্সের শান্ত নিরিবিলি গ্রাম আইপিংয়ে হঠাৎ কোত্থেকে উদয় হল অদ্ভুত দর্শন এক অতিথি । কনকনে বাতাস আর তুষারের ব্যাপক মাতামাতির মধ্যেই রেলওয়ে ষ্টেশনের ঢালু পথ ধরে নেমে আসে লোকটি । পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দেহ কাপড়ে মোড়া । শুধুমাত্র নাকের চকচকে ডগা ছাড়া লোকটির সম্পূর্ণ মুখ ঢাকা । “কোচ এন্ড হর্সেস” সরাইখানায় দর কষাকষি ছাড়াই আশ্রয় নিল সে । বের হয় না খুব একটা । তার ঘর থেকে ওষুধের শিশির ঠুংঠাং আর গোঙানির আওয়াজ পাওয়া যায় প্রায়ই । সরাইখানার বদ্ধ পারলারে সারাদিন কি নিয়ে মগ্ন থাকে সে ??? |
মি. বানটিং এর বাড়িতে চুর ঢুকে । কিন্তু কে চোর , দেখা যায় না কাউকে । টাকা-পয়সা আপনা-আপনি শূণ্যে ভেসে চলে যায় , যেন হাত পা গজিয়ে গেছে । কি হচ্ছে আইপিং-এ ??? চারিদিকে জল্পনা কল্পনা , চাপা উত্তেজনা । তারপর একদিন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লো ত্রাস , মহা আতঙ্ক । ধীরে ধীরে উন্মোচিত হলো অত্যাশ্চর্য চমকপ্রদ এক কাহিনী । মানুষ জানতে পারলো “অদৃশ্য মানব” এর কথা । অসীম তার শক্তি, অনেক তার ক্ষমতা । সে তার ইচ্ছামত যা খুশি করে বেড়ায়। তাকে ধরার কোনো উপায় নেই । সে অদৃশ্য। |
সে কাহিনী যেমন বিচিত্র, তেমনই করুণ । পাঠকদের হাতে নিশ্চিন্তে তুলে দেয়ার মত ক্লাসিক । অসংক্ষেপিত, আসাদুজ্জামানের দক্ষ হাতের চমৎকার ঝরঝরে সার্থক অনুবাদ । দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন অসাধারণ কিশোর ক্লাসিক এই বইটি । |
পোষ্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন এবং TrickBD এর সঙ্গেই থাকুন। |