Site icon Trickbd.com

[PDF BOOK] বাংলাদেশের সেরা ও বিখ্যাত কমিক্স বই বেসিক আলি (পর্ব-৭)। সবাই দেখুন ভালো লাগবে।

Unnamed

সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই??? নিশ্চয় অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। পোষ্ট করবো না বলেও আর একটা পোষ্ট করেই ফেললাম.TrickBD তে। এখন আপনাদের জন্য নিয়ে এসেছি বেসিক আলি কমিক্সের ৭ম পর্ব।

প্রথমেই কিছু কথা বলে নিই। এই “বেসিক আলী” কমিক্স নিয়ে ট্রিকবিডিতে “Mostak Ahmed” ধারাবাহিকভাবে প্রথম ৬ টি পর্ব শেয়ার করেছেন। তাকে ধন্যবাদ এই জনপ্রিয় কমিক্সটি শেয়ার করার জন্য। কিন্তু কোনো এক কারণে তার পক্ষে বাকি পর্বগুলো শেয়ার করা সম্ভব হয় নি। আর তাই “বেসিক আলী” কমিক্সের প্রতি সবার আগ্রহ দেখে আমি এই ৭ম পর্বটি নিয়ে হাজির হয়েছি। পর্ব-৮ ও পর্ব-৯ এর Ebook Version এখনও পাই নি। পেলে আপনাদের সাথে অবশ্যই Share করবো।

বইয়ের নাম বেসিক আলী
পর্ব ৭ম
লেখক শাহরিয়ার খান
বইয়ের ধরণ কমিক্স
প্রকাশনী পাঞ্জেরি পাবলিকেশন্স
সাইজ ১৯.৫ মেগাবাইট
পৃষ্ঠা সংখ্যা ১৬২ পৃষ্ঠা

“বেসিক আলী” নিয়ে নতুন করে বেশি কিছু বলার নেই। যারা এর আগের পর্বগুলো পড়েছেন, তারা অবশ্যই জানেন বেসিক আলী অত্যন্ত জনপ্রিয় একটি কমিক্স সিরিজ। কেন্দ্রীয় চরিত্র বেসিক আলী ইউনিভার্সিটির একজন ডিগ্রিধারী ব্যক্তি। ঘটনাক্রমে তার বাবা কায়দা করে তাকে ব্যাংকের চাকরিতে ঢুকিয়ে দেয়। সেখানে সে তার কলিগ রিয়ার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। বেসিক আলী, তার পরিবার ও চারপাশের মানুষের হাস্য-রসাত্মক কথাবার্তা ও উদ্ভট কার্যকলাপ নিয়ে তৈরি করা হয়েছে এই জনপ্রিয় কমিক্স সিরিজটি।

……..


পোষ্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন এবং ট্রিকবিডির সঙ্গেই থাকুন।