হুমায়ূন অাহমেদ স্যারকে অামরা কে না চিনি ?
তিনি একাধারে কবি,লেখক,নাট্যকার,পরিচালক। অাবার তিনি একজন রসায়নবিদ। তার ক্ষুদ্র জীবনে তিনি নানান ধরনের গল্প, উপন্যাস লিখেছেন। তার মধ্যে একটি হলো
মিসির আলি
।মিসির আলি উপন্যাস হুমায়ূন আহমেদ স্যারের অনর্বদ্য সৃষ্টি। মিসির অালি উপন্যাস বহু মানুষের মনে অাজও জীবন্ত।
মূলতঃ মিসির আলি একজন ৪৯-৫০ বয়সের লম্বা,চিকন হালকা দাড়ি ওয়ালা নাস্তিক লোক। মিসির আলি খুবই লজিক্যাল মানুষ। সে সবসময় সবকিছু লজিক্যালি ভাবে এবং সে লজিক দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে ফেলতে পারেন। তার মতে লজিক হলো সিড়ির মতো যেখানে এক পা ফেললে পরের সিড়ি দেখা যায়।
বই গুলো পরার পর অামি নিজে মিসির অালির বিরাট ভক্ত হয় গেছি। বাস্তব জীবনে তার লজিক গুলো ব্যবহার করার চেষ্টা করছি। তেমন ভাবে সফল হইনি। আপনিও চেষ্টা করে দেখুন সফল হন কি না।
বইগুলো এখান থেকে ডানলোড করুন।
অাশা করি বইগুলো পরার পর অাপনিও নিষ্চই অামার মতো মিসির অালি ভক্ত হয়ে যাবেন।
পোষ্টটি কেমন লাগল তা জানাতে কমেন্ট করুন।
ভালো থাকুন। ভালো রাখুন অাপনার অাশে পাশের মানুষ এবং পরিবেশকে