কয়দিন আগে বাবুর সিরিজ শেষ করলাম। অনেকে কমেন্টে বলছে শাহরিয়ার এর বাকি বই গুলাও শেয়ার করতে। বেসিক আলী,বাবু এই দুইটা দেওয়া হই গেছে। তাই আজকে দিবো শাহরিয়ার এর লেখা লাইলী।
কাহীনির চরিত্রসমুহ
লাইলী: এই বইয়ের আসল চরিত্র। লাইলী একটা বাহুবলী টাইপের মেয়ে। তার ফাইটিং অনেকটা তামিল মুভির মতো।
কাহীনী মতে সে অসম্ভব সুন্দরি, এলাকার সব পোলাপাইনের ক্রাশ।
আরিফ: পেশায় ইঞ্জিনিয়ার। লাইলী থেকে ৩ বছরের বড়। লাইলী ছোটবেলা থেকে আরিফের উপর ক্রাশ।
মঞ্জু: আরিফের ভাগ্নে। লাইলী সহ অনেক মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করেছে। কিন্তু সবাই ছেঁকা দিয়েছে।
শীবা: লাইলীর ছোট বোন। পরে মঞ্জুর স্ত্রী।
ভোতন: এলাকার গুন্ডা। লাইলীর উপর ক্রাশ।
সংক্ষিপ্ত কাহিনী
এটা কোন কমিক্স না।এটা বাংলাদেশের প্রথম গ্রাফিক্স উপন্যাস। তবে হাস্যকর। এই বইয়ের মুল কাহীনী প্রেম। এই প্রেম এর মধ্যে বিভিন্ন হাস্যকর ঘটনা ঘটে। পুরাটা বলে দিলে পড়তে আর মজা লাগবে না। তাই বাকি গুলা পড়লেই বুঝবেন আর হাসবেন।
বইটির কুফল
এটা পড়ে বিটলা বুদ্ধি ছাড়া আর কিছুই শিখতে পারবেন না।
বইটির সুফল
এটা পড়লে ব্লাড প্রেসার বাড়বে না। বারবার ঘুমিয়ে পড়বেন যা স্বাস্থ্যের জন্য ভালো।
Informations
নাম: লাইলী
পৃষ্ঠা: ৯৫
স্টোরি : প্রেমকাহিনী
হাস্যকর –হ্যা,হাস্যকর।
বোরিং– না
উৎস: banglapdf.net থেকে পাইছি।