Site icon Trickbd.com

[Must see] Html,Css,Php,WordPress শেখার জন্য অতি গুরুত্বপূর্ণ ই-বুক।এবার ওয়েব ডিজাইন করুন আরো সুন্দরভাবে।কারো কাছে জানতে হবে না।

Unnamed

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

অসংখ্য সাপোর্ট টিম কে আমাকে অথর করার জন্য।আল্লাহ যেন তাদের ভালো করেন এবং ট্রিকবিডিকে বাংলাদেশের ১ নং টেক ওয়েব সাইট বানার তৌফিক দান করেন।আমিন।

পোস্টের বিষয়ঃ
আশা করি টাইটেল দেখেই বুঝে গেছেন।আপনাদের ভালো কিছু জানাবার জন্য এই ই-বুক গুলো শেয়ার করেছি।এই বই গুলো পড়ার মাধ্যমে আপনারা ওয়েব ডিজাইন সম্পকে জ্ঞান লাভ করবেন।

তো চলেন শুরু করি

1.Html-Ebook Tutorial:

এই ইবুকটির মাধ্যমে html ট্যাগসহ বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে।কিভাবে একটা ওয়েবপেজ রান করে,,,তার ফটো দেওয়া আছে।ডাউনলোড করলেই বুঝততে পারবেন।

বইটির সাইজঃ মাএ ২ এমবি।

পৃষ্ঠাঃ ৫২ টি।

Direct ডাউনলোড লিঙ্কঃ(Google Drive)

বইটির সূচিপএ—

2.Css-Tutorial

এই ইবুকটির মাধ্যমে আপনি ওয়েবপেজকে আরো সুন্দর করে তুলতে পারবেন।(কালারফুল)

বইটির সাইজঃমাএ ৪.৭২ এমবি।

পৃষ্ঠাঃ১০১ টি।

Direct ডাউনলোড লিঙ্কঃ(Google Drive)

বইটির সূচিপএ—

3.Php-Tutorial

এই বইটির শেখার মাধ্যমে আপনি ওয়েবপেজকে আরো আকষর্নীয় করে তুলতে পারবেন।

বইটির সাইজঃ ৭৫৮ কেবি।

পৃষ্ঠাঃ ১৮ টি।

Direct ডাউনলোড লিঙ্কঃ(Google Drive)

বইটির একটা স্কিনসর্টঃ

4.Wordpress

এটা দিয়ে আপনারা wordpress ওয়েব সাইট কিভাবে আপলোড দিতে হয় সেই সম্পকে জানতে পারবেন।আরো বিস্তারিত বইয়ে দেওয়া আছে।

বইটির সাইজঃমাএ ২.৫৪ এমবি।

পৃষ্ঠাঃ৭৯ টি

Direct ডাউনলোড লিঙ্কঃ(Google Drive)

বইটির একটা স্কিনসর্টঃ

আশা করি ভালো লাগলো। পরবর্তীতে আরো ভালো ভালো পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।ভালো থাকুন,সুস্থ থাকুন এ কামনা করি।

আল্লাহ হাফেজ।