ডাউনলোড করে নিন অসাধারন কাহিনীর বিখ্যাত ড.জেকিল ও মি.হাইড বইটি মাত্র ২mb তে।সাথে আছে অসাধারণ রিভিউ।
Md.Abid Perves
আসসালামু আলাইকুম
আশা করি ভালো আছেন।
titel দেখেই নিশ্চয় বুঝে গেছেন পোস্ট এর বিষয়।আজ আপনাদের সাথে অসাধারন একটি বই এর review শেয়ার করব।বইটির নাম ড,জেকিল ও মি,হাইড।এই বইটি হয়তো আপনারা অনেকেই পড়েছেন।কারন এটি সেকায়েপের প্রকল্পে নবম-দশম শ্রেণির অন্তর্ভুক্ত ছিল।আমি অনেক দিন আগে এটি পড়ে শেষ করেছি।বইটি আমার কাছে অনেক ভালো লেগেছে বলে আপনাদের সাথে আজ এটি শেয়ার করছি।তো চলুন review শুরু করি।
বইটির সারবস্তুঃ
জেকিল একজন সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি।আইনজীবী আটারসন তার অন্তরংগ বন্ধু।একদিন জেকিল একটি ঔষধ বানালেন যা খেলে মানুষের শারীরিক পরিবর্তন ঘটিয়ে মানুষ এর মধ্যকার খারাপ সত্তাকে উদ্বোধিত করা সম্ভব।
এটির পরিক্ষা জেকিল নিজের ওপরই করলো।এতে তার খারাপ সত্তা হাইডরুপে প্রকাশিত হলো।সে হাইড রুপে নানা খারাপ কাজ শুরু করল।এই medicine এর বৈশিষ্ট ছিল কিছুসময় পর আবার হাইড থেকে ভালো সত্তা জেকিলে রুপান্তরিত করত।
সত্তা ফিরে পেয়ে জেকিল অনুতপ্ত হলো।তবে হাইডরুপে খারাপ কাজের আনন্দ তাকে পেয়ে বসল।ফলে প্রায়ই সে medicine গ্রহন করতে লাগল।একসময় ভাল সত্তা দুর্বল হতে থাকল।
ফলে সে প্রায় সময়ই হাইডরুপে থাকত।একসময় ঔষধ আর কাজ করছিল না।ফলে হাইড থেকে জেকিল হতে তাকে বারবার ঔষধ খেতে হচ্ছিল।
ফুরিয়ে গেল।এদিকে খুনের দায়ে হাইডের ফাসির রায় হলো।সে তখন হাইড থেকে জেকিল হয়ে গা ঢাকা দিতে চাইল।কিন্তু ঔষধ ততোদিনে ফুরিয়ে গিয়েছে।
একপ্রকার লবন থেকে এই ঔষধ বানিয়েছিল।সে আবারো ঐ লবন কিনে ঔষধ বানাতে চেষ্টা করল।কিন্তু দুর্ভাগ্যবশত আগের লবনটি ছিল ভেজালমিশ্রিত।ফলে এবার আর তিনি সফল হলেন না।হাইড অবস্থায় ফাসির ভয়ে ও মানসিক চাপে জেকিলের মৃত্যুর মাধ্যমে গল্পের পরিসমাপ্তি ঘটে।
বইটি সম্পর্কে আমার মতামতঃ
বইটি সাহিত্যপ্রেমিক দের কাছে মনের খোরাক হিসেবে অসাধারণ বলে বিবেচিত হবে বলে আমার ধারনা।হাইডরুপি জেকিল কে আবিষ্কারে আটারসনের ভূমিকায় রোমাঞ্চকর অনুভূতি পাওয়া যায়।
শেষে জেকিলের মানসিক চাপের মধ্যে ঔষধ তৈরি করার চেষ্টা তেও গল্পের উত্তেজনাকর অনুভূতি সৃষ্টি হয়।তাই বইটি আমার মতে অসাধারণ।