আসসালামু-আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজ একটি গল্পের বই শেয়ার করতে যাচ্ছি। যার নাম “টুনটুনির বই“, এটি একটি গল্পের বই।
এখানে আসলে শুধু টুনটুনি পাখিরই গল্প দেয়া নয়, বরং রয়েছে নানান গল্প। যা অনেক মজাদার এবং শিক্ষনীয়ও রয়েছে। গল্পগুলো লেখা হয়েছে সাধারনত শিশুদের জন্য। তবে বড়রাও পড়লে অসুবিধা নেই, বরং আরো ভালো লাগবে।
রিভিউ
টুনটুনির বই – গল্প বইটি সাধারণ শিশুতোষ গল্প বই। এখানে রয়েছে নানান গল্প এবং নানান ক্যারেক্টার। কোন সময় দেখা যায় পাখি নিয়ে গল্প আবার কোন সময় দেখা যায় শিয়াল নিয়ে গল্প। এখানে বলতেগেলে শিয়াল নিয়ে গল্পই বেশি প্রকাশ পেয়ে। তাইবলে শুধু শিয়াল নয়, সাথে রয়েছে আরো প্রাণী নিয়ে গল্প।
গল্পে কোন সময় দেখা যায় শিয়াল কোন ফন্দি তৈরি করছে তারা মামা তথা বাঘের জন্য। আবার কোন সময় দেখা যায় সে নিজেই জব্দ হয়েগেছে। কোন সময় দেখা যায় সে সাহায্য করছে মানুষকে অথবা কোন জীবজন্তুকে।
টুনটুনির বই – গল্প বইয়ে প্রথম গল্পে রয়েছে এক টুনটুনি পাখির গল্প। সেখানে সে থাকে এক গাছে এবং এক বিড়াল আসে তার কাছে, তাকে খেতে ও তার ডিম বা বাচ্ছাকে খেতে। আর সে পাখি প্রতিদিনই বিড়ালকে বশ করে নে তার প্রশংসা করে।
রয়েছে আরো এরকম শিয়াল, বাঘ, কুমির, মানুষ, পখি ইত্যাদি প্রাণীদের নিয়ে মজাদার গল্প। সথে রয়েছে অনেক শিক্ষনীয় গল্প। রয়েছে মজাদার কৌলশগত গল্প।
টুনটুনির বই – গল্প বইটি পড়ে আপনার ভালো লাগবে। আমি বই ডাউনলোড করার পর সব গল্প পড়েই শেষ করেছি। মানে এত ভালো লাগছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে।
লেখক পরিচিতি
উপেন্দ্রকিশোরের জন্ম ১২৭০ বঙ্গাব্দের ২৭শে বৈশাখ (১৮৬৩ সালের ১২ই মে) ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে, যা অধুনা বাংলাদেশে অবস্থিত। তাঁর পিতা কালিনাথ রায় ছিলেন সুদর্শন ও আরবি, ফার্সি ও সংস্কৃতে সুপণ্ডিত। তাঁর ডাকনাম ছিল শ্যামসুন্দর মুন্সী। উপেন্দ্রকিশোর শ্যামসুন্দরের আটটি সন্তানের মধ্যে তৃতীয় পুত্রসন্তান। তাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়। পাঁচ বছরেরও কম বয়সে তাঁর পিতার অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন ও নতুন নাম দেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তিনি ১৯১৫ সালের ২০শে ডিসেম্বর মাত্র বাহান্ন বছর বয়সে উপেন্দ্রকিশোর রায়চৌধুরি পরলোক গমন করেন।
এই (16 MB) বইটি Grameenphone গ্রাহক বিনামূল্যে ও কোন এমবি ছাড়া ফ্রি ডাউনলোড করতে পারবেন। আর যাদের GP সিম নেই তারা এমবি দিয়ে ডাউনলোড করতে পারবেন।
Grameenphone গ্রাহক ফ্রি’তে Download করতে এখানে ক্লিক করুন। আর এমবি দিয়ে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্থ থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।