Site icon Trickbd.com

[PDF Book] [Enjoy Your Life – জীবনকে উপভোগ করুন] একটি বই; হয়তো বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি…

আস্‌সালামু আলাইকুম৷ আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালই আছেন৷ পর কথা হচ্ছে, ট্রিকবিডিতে এটা আমার প্রথম পোস্ট৷ আর লেখালেখিতে আমার পূর্ব অভিজ্ঞতার ঝুলি একদম শূণ্য। বিশেষ করে ইবুক রিভিউ করার ক্ষেত্রেতো একেবারেই লাড্ডু। সুতরাং যদি কোনো ভুল চোখে পরে তাহলে অবশ্যই সুন্দর ভাষায় বুঝিয়ে দিবেন।

 

আপনার যদি খারাপ কমেন্ট করার অভ্যাস থাকে কিংবা আপনি যদি এটি সম্পর্কে আগে থেকেই জেনে থাকেন তাহলে সময় নষ্ট করে শুধু শুধু এই পোস্ট পড়ার প্রয়োজন নেই৷

 

জীবনের প্রথম বই রিভিউ হেতু অবশ্যই গুগলের কিছু সাহায্য নেয়া হয়েছে। কিন্তু এটাও চরম সত্য যে, এখানের একটা অক্ষরও কপি পেস্ট নয়। প্রত্যেকটা শব্দ আমার নিজের মস্তিস্ক থেকে লিখেছি।

 

এই ইট-কংক্রিটের ভারি বোঝার চাপে পড়ে আমাদের জীবনটাই যেন একটা ইট-কংক্রিটের একটা স্তুপের মতো হয়ে গেছে। এখন ইচ্ছে করলেও আর এই স্তুপ থেকে নিজেকে ছাড়াতে পারিনা। আবার বই পড়ার সময় কোথায়!!! আবার যদি পড়তে হয় টাকা দিয়ে কিনে, তাহলে কোনো কথাই নেই… এজন্য আজ ফ্রিতেই নিয়ে এলাম খুবই সুন্দর একটি বই, যেটা হয়তো এই ইট-কংক্রিটের খোলস থেকে বের করে দিতে পারে নতুন একটি সুন্দর জীবনের স্বাদ। এই বইটি পুরোটা পড়ার পর আপনি অবশ্যই অবশ্যই নিজের মাঝে অনেক পরিবর্তন খুঁজে পাবেন। এই বইটি আপনার দৃষ্টিভঙ্গিকেই পাল্টে দিবে। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। আসলে এটি পড়ে আমি খুবই উপকার পেয়েছি নিজের জীবনে। আপনি যদি নিজেকে নিয়ে খুবই চিন্তিত থাকেন এবং নিজেকে পরিবর্তনের একটা প্লাটফরম খুঁজতে থাকেন এবং ভাবেন সুন্দর একটি ভবিষ্যতের কথা তাহলে এই বইটি আপনার জন্য।

ডেল কর্নেগীর বই আমাদের সমাজে খুবই পরিচিত। হতাশার সময়ের শ্রেষ্ঠ সঙ্গী হিসেবে ডেল কর্নেগীর লেখাগুলো খুবই জনপ্রিয়। কিন্তু সেই ডেল কর্নেগীই আত্মহত্যা করে নশ্বর এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এক্ষেত্রে সমকালীন আরেকজন লেখকের নাম উল্লেখযোগ্য। তিনি হলেন শিব খেরা। তার লিখিত ‘তুমিও জিতবে’ ‘You Can Win’ সারা বিশ্বে বেস্ট সেলারের তকমা পেয়েছে। কিন্তু তার বইয়ে শুধু ইহকালীন জীবনে উন্নতি, সফলতা, বন্ধুলাভ, সমৃদ্ধির কথা আলোচনা করা হয়েছে। আর এই বইটিতে আপনি ইহকালীন উন্নতির সাথে সাথে পরকালীন মুক্তির পথের দিশাও পাবেন।

 

যাই হোক; বিশাল বড় ভূমিকা নিয়ে নিলাম। এবার বই পরিচিতিতে আসা যাক।

 

বইয়ের নাম: Enjoy Your Life – জীবনকে উপভোগ করুন

লেখক: ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল-আরিফী

অনুবাদক: কাজী মুহাম্মদ হানিফ

প্রকাশকাল: অক্টোবর 2014

প্রকাশক: পিস পাবলিকেশন্স

পৃষ্ঠাসংখ্যা: 592

পি.ডি.এফ সাইজ: 21 এমবি

ডাওনলোড লিঙ্ক: এখানে ক্লিক করুন

সারা বিশ্বে বইটির আড়াই কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে।

যা বলার আগেই বলে ফেলেছি। বলার মতো তেমন কিছু আর নাই। [Enjoy Your Life – জীবনকে উপভোগ করুন] এটি আরবী ভাষায় লিখিত إستمتع بحياتك বইয়ের বাংলা অনুবাদ। আর হ্যা… পৃষ্ঠাসংখ্যা দেখে ভয় পাবেন না। এটা কোনো উপন্যাস নয়। পুরো বইটা ছোট ছোট গল্প বা ঘটনা আকারে লেখা হয়েছে। এই বইয়ের প্রত্যেকটি ঘটনা পাঠকের হৃদয়কে আন্দোলিত করবে।

এই বইয়ের সবচেয়ে ভাল দিকটি হচ্ছে, এটার ঘটনাগুলোর অনেকগুলোই নবী করীম (স.) ও সাহাবায়ে কেরাম এবং লেখকের বাস্তবজীবনের অভিজ্ঞতা থেকে নেয়া।

বইটি আত্ম-উন্নয়নের উদ্দেশ্যে লেখা হয়েছে। এটা পড়ে আপনি আপনার জীবনের সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে অনেক উপকৃত হবেন। সামাজিক দক্ষতা, নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে কাজে লাগিয়ে কীভাবে আপনার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবেন তার অতি সুন্দর সলিউশন পাবেন এই বইটিতে।

আর হ্যা… লেখক সম্পর্কে তো কিছু বলাই হলো না।…

মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী। 1970 সালে জন্ম। আরববিশ্বের সাড়া জাগানো আলেম। তার লিখিত অনেক বই বাজারে বেস্ট সেলারের তকমা অর্জন করেছে।

 

অনেক বকবক করে ফেললাম, আমার এই কাঁচা হাতের লেখা পড়তে পড়তে হয়তো বিরক্ত হয়ে গেছেন। এজন্য আন্তরিক ক্ষমাপ্রার্থী…

যদি কোনো ভুল কিংবা পোস্টের সাথে অসামঞ্জস্যকর কিছু দেখতে পান অথবা গুরুত্বপূর্ণ কিছু বাদ পরেছে বলে আপনার মনে হয় তাহলে অবশ্যই ভদ্র ভাষায় কমেন্ট করে জানাবেন। বিশেষ করে পুরাতন Author রা অবশ্যই কমেন্ট করবেন। অগ্রিম ধন্যবাদ….

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন৷


 

আর হ্যা..!! যাওয়ার আগে একটি হাদীস পড়ে যান৷

হযরত উবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স.) কে বলতে শুনেছি, যেই ব্যক্তি এই কথার স্বাক্ষ্য দিল যে, আল্লাহ তায়ালা ব্যতিত কোনো মা’বুদ নেই এবং মুহাম্মাদ (স.) আল্লাহর রাসূল আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন।

(মুসলিম)